ডাঃ দীপালোক বন্দ্যোপাধ্যায় : কলকাতা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫। বাংলার সর্বযুগের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক ” শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ” ৷ ভবঘুরে ,সন্ন্যাসী , বৌদ্ধভিক্ষু , পতিতালয়ের খরিদ্দার , ভাগ্যান্বেষী চাকুরে নানাভাবে মধ্যবিত্ত জীবনের নানা সংকট ও সীমাবদ্ধ বাস্তবকে লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন ৷ হুগলীর ব্যান্ডেলের কাছে দেবানন্দপুর গ্রামে “অপরাজেয় কথাশিল্পীর ” জন্মস্থানে বারবার যাই প্রণাম জানাতে ৷ যেখানে ৩১শে ভাদ্র১২৮৩ বঙ্গাব্দে ( ১৮৭০ সালের ১৫ ই সেপ্টেম্বর) তাঁর জন্ম ৷ থেকেছেন হাওড়া , ভাগলপুর , মায়ানমার , কলকাতা সহ নানাস্থানে ৷
তাঁর সব লেখা অনেকবার পড়েছি পাঠ্যবই ফাঁকি দিয়ে ৷ শ্রীকান্ত, দেবদাস , বড়দিদি , চরিত্রহীন , পল্লীসমাজ , অরক্ষণীয়া , দেনাপাওনা একেক সময় একেকটা বেশী ভালো লেগেছে ৷ অনিলা দেবী ছদ্মনামেও লিখেছেন ৷ প্রথম স্ত্রী শান্তি দেবী ,দ্বিতীয়া স্ত্রী মোক্ষদা ( হিরন্ময়ী ) ৷ ৬১ বছর ১ মাস
বয়সে বালিগঞ্জের এই ২৪ ,অশ্বিনী দত্ত লেনের বাড়ীতে তাঁর মৃত্যু হয় ৷ এখান থেকে অনুরাগীদের নিয়ে ঐতিহাসিক শোকযাত্রা কেওড়াতলা মহাশ্মশানে গিয়ে নশ্বর দেহ দাহ হয় ৷ অল্প বয়সে কথা শিল্পীর এই প্রয়াণ তার পাঠকগণ মন থেকে মেনে নিতে পারেন নি। এই লেখক জীবিত থাকলে মধ্যবিত্ত জীবনের বহু অমূল্য সৃষ্টিতে পাঠক সমাজ সমৃদ্ধ হতেন। একটা মজার ঘটনা বলি – একদিন তাঁর কাছে দুজন রবীন্দ্র বিমুখ সাহিত্যপ্রেমী এসে শরৎবাবুর কাছে বিশ্বকবির নিন্দা করতে থাকেন ৷ বলতে থাকেন , রবিবাবু কি যে লেখেন মাথামুন্ড কিছুই বোঝা যায় না ৷ উত্তরে শরৎচন্দ্র বলেন ,” আমি লিখি আপনাদের জন্য আর রবিবাবু লেখেন আমাদের জন্য ” ৷ একবার শরৎচন্দ্র হাতে কাগজের প্যাকেট নিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে আসেন ৷ ওটা দেখে রবিবাবু বলেন এটা কি হে শরৎ ৷ শরৎ হেসে বলেন ” পাদুকা পুরাণ ” ! আসলে ছিল জুতো !
শরৎচন্দ্রের কলকাতার বাসভবনে….।

More from CultureMore posts in Culture »
- আলোঝলমল ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রনে সেজে উঠল কলকাতার ৩ নম্বর গভর্নমেন্ট প্লেস এর শতাব্দী প্রাচীন আয়কর ভবন….।
- নব্বই বছর বয়স পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস…।
- উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালো….।
- Brilliance Beyond Books: iLEAD to Honour the Brightest Minds….
- শান্তি নিকেতনে বৈশাখী- জ্যৈষ্ঠ অনুষ্ঠান….।
- হিন্দু ধর্ম মতে কালী বা কালিকা হচ্ছেন শক্তির দেবী…।
More from InternationalMore posts in International »
- আলোঝলমল ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রনে সেজে উঠল কলকাতার ৩ নম্বর গভর্নমেন্ট প্লেস এর শতাব্দী প্রাচীন আয়কর ভবন….।
- মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের জন্য নতুন কম্পিউটার ল্যাব….।
- কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মৎস্যবিজ্ঞান উন্নয়নে মউ স্বাক্ষরিত হল কল্যাণী ও লখনউ-এর মধ্যে তৈরি হবে অভয় পুকুর….।
- টুটুদা দাঁড়ালে আমি লড়াইতে থাকব না। তবে শর্ত আছে তিনি মাঝ পথে ছেড়ে দিয়ে ছেলেকে বসাতে পারবেন না….।টুটুদা দাঁড়ালে আমি লড়াইতে থাকব না। তবে শর্ত আছে তিনি মাঝ পথে ছেড়ে দিয়ে ছেলেকে বসাতে পারবেন না….।
- আয়কর ভবনে আয়কর বিভাগের কর্মীদের জন্যে চক্ষু চিকিৎসা শিবির….।
- নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত “দায়বদ্ধ”: কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার এক টানটান নাট্যভাষ্য, নির্দেশনায় অরিত্র ব্যানার্জী.….।
Be First to Comment