গোপাল দেবনাথ : কলকাতা, ১০ জুন ২০২৩। রক্তদান মহৎদান এই কথা আমরা সকলেই জানি। রক্ত ছাড়া কোন মানুষ ই বেঁচে থাকতে পারবে না। এই গ্রীষ্মকালেই সবচেয়ে বেশি রক্ত সংকটে ভুগতে হয় রোগী এবং রোগীর পরিবার পরিজনদের।
এইসকল রোগীদের পরিবার এবং মুমূর্ষু রোগীদের কথা স্মরণে রেখে দক্ষিণ কলকাতার লেক থানার উদ্যোগে থানার কম্পাউন্ডেই আয়োজিত হয়েছিল ‘উৎসর্গ’ নামে এক রক্তদান শিবিরের। এটি ছিল ১০৬৩ তম।
কলকাতা পুলিশ ফোর্স কে সাধুবাদ জানাতে হয় এত কাজের চাপের মাঝেও এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। এইদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছিলেন প্রখ্যাত ফুটবলার প্রশান্ত ব্যানার্জী, বিধায়ক, পুরপিতা এবং বাচিকশিল্পী দেবাশীষ কুমার, সংগীত জগতের তারকা এবং চাওম্যান এর কর্ণধার দেবাদিত্য চৌধুরী সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ অফিসার।
ওই থানার সকল কর্মীবৃন্দ একযোগে উপস্থিত হয়ে রক্তদান শিবিরটি সাফল্যের সাথে সম্পন্ন করেন।
Be First to Comment