Last updated on June 27, 2022
মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, ২৬ জুন ২০২২। রামি সার্কেল, রামি খেলার ভারতের বৃহত্তম অনলাইন স্কিল-গেমিং প্ল্যাটফর্ম সম্প্রতি দুটি নতুন টিভিসি প্রকাশের ঘোষণা করেছে। “দেখলে হবে না খেলতে হবে” থিম থেকে অনুপ্রেরিত যা অনুবাদ করলে দাঁড়ায় ‘দর্শক হবেন না, বিজয়ী হোন’। টিভিসি গুলি দুটি পৃথক পরম্পরাগত পরিবেশে কলকাতার বুকে ক্যামেরা-বন্দি করা হয়। নতুন চলচ্চিত্রগুলি সম্প্রতি মুক্তি পেয়েছে এবং মাল্টিমিডিয়া প্রচারের মাধ্যমে বিস্তৃত টিভি, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে দেখা যাবে।
আরও তথ্য জানার জন্য দয়া করে নীচের লিঙ্কগুলি দেখুন:
Be First to Comment