জয়দেব দেবনাথ : কাকদ্বীপ, ৭ এপ্রিল, ২০২৫। রামনবমী ও বাসন্তী পুজো উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের পরিচালনায় শুরু হয়েছে ‘শ্রীশ্রী প্রণব মহামিলন মেলা’। এবছর মেলা সপ্তম বছরে পড়েছে। এই উপলক্ষে সাড়ম্বরে পালিত হয় রামনবমী ও শ্রীশ্রী বাসন্তী মাতার পূজা। সমূহ সমুহ বিধি উপাচার মেনে মহাষষ্ঠীর দিন আমন্ত্রণ ও অধিবাস দিয়ে বাসন্তী পুজো শুরু হয়।
স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩০তম শুভ আবির্ভাব বর্ষকে পাথেয় করে মহাসপ্তমীতে মন্মথপুর প্রনবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র -ছাত্রীরা পিতা মাতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। মহাষ্টমীতে স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের ১৩০জন মায়েরা মা অন্নপূর্ণার পূজা করেন। মহানবমীতে ১৩০জন কুমারী মায়েরা ভগবান শ্রী রামের পূজা করেন। ছয়দিনের এই মহামিলন মেলায় প্রতিদিন সাধারণদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠান এবং ধর্মীয় আলোচনার আয়োজন ছিল। বিভিন্ন স্টলের মধ্য দিয়ে মানবিক বিধির প্রচার করা হয়। এই অনুষ্ঠান নিয়ে এলাকায় ব্যাপক সাড়া পড়ে যায়।
রামনবমী ও বাসন্তী পুজো উপলক্ষে প্রণব মহামিলন মেলা…।

More from GeneralMore posts in General »
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।
- সুন্দরবনের উৎপাদিত দ্রব্য বিশ্ববাজারে পৌঁছে দিতে উদ্যোগ ন্যাশানাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের….।
- দুষ্কৃতীদের তান্ডবের প্রতিবাদে প্রথম আলোর সাংবাদিকরা আজ রাস্তায়….।
- India’s Protein Awakening: How 2025 Redefined Everyday Nutrition….
- কবাডিতে বিশ্বসেরা ভারতের মেয়েরা….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।





Be First to Comment