বিশেষ প্রতিনিধি : কলকাতা, ২৩, জানুয়ারি, ২০২১। আজ নেতাজি সুভাষ চন্দ্র বসু’র ১২৫তম জন্মবার্ষিকীর সুপ্রসিদ্ধ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এর অনুষ্ঠানে যারা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন একটা ধর্মীয় স্লোগান দিলেন তাদের নিন্দা না করে থাকতে পারছেন না নেতাজি অনুরাগী সহ দেশের আমজনতা। ধর্মীয় স্লোগান দিয়ে সামান্য এটুকু বুঝলেন না যে এতে স্বয়ং দেশনায়ক নেতাজিকেই অসম্মান করা হল। যে মানুষটি ধর্ম, বর্ণ, জাত নির্বিশেষে সমস্ত মানুষকে একত্রিত করেছিলেন আজাদ হিন্দ বাহিনীর পতাকার নীচে, যিনি বিশ্বাস করতেন রাজনীতিতে ধর্মের কোনও স্থান নেই, সেই তাঁর জন্মবার্ষিকীতে ধর্মীয় স্লোগান! তাও আবার একটি রাজনৈতিক দলের স্লোগান! যারা এটা করলেন তাদের এটুকুও বোঝার ক্ষমতা নেই যে এটা সরকারি অনুষ্ঠান, কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়, এখানে রাজনৈতিক স্লোগান দেওয়া চলে না! তারা গোটা দেশের দেশপ্রেমিক নেতাজি ভক্তদের যেমন অসম্মান করলেন তেমনি অসম্মান করলেন দেশের প্রধানমন্ত্রী ও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারকেও।

এধরনের বোধহীন মানুষদের কারা এইরকম হাই প্রোফাইল অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়? কোন পদ্ধতিতে এই ধরণের বিশেষ অনুষ্ঠানে প্রবেশ করার সুযোগ পান পরবর্তী সময়ে এই ধরণের অনুষ্ঠানে বিবেচনা করে আমন্ত্রণ জানাবেন। যাদের আমন্ত্রণের জন্য এই ধরণের অনুষ্ঠান কলুষিত হলো আমন্ত্রণ কর্তাদের বোধবুদ্ধি নিয়েও সংশয়ের অবকাশ থেকে যাচ্ছে।
Be First to Comment