বর্ষা / মতিলাল পটুয়া
কৈশরে বর্ষায় ভেজা মানে মনের অস্থিরতা
উন্মাদনা চাঞ্চল্য উদ্বেগ আনন্দে আনন্দ
হুড়োহুড়ি রেষারেষি সুপ্তপ্রাণে সরলতা ।
কৈশরে ভেজা মানে হাত পা ছুড়ে হাসাহাসি
জাতপাত লজ্জাঘৃনা অনগ্ন নগ্নের উর্ধ্বে ভাসা
বাবা মার চোখে ফাঁকি দিয়ে শুধু দাপাদাপি ।
যৌবনে বর্ষায় ভেজা মানে কামতীর্থ
স্বপ্নে রাঙানো মানচিত্রে ঝর্ণার সুখসুধা
মনে মনে খুঁজে ফেরা কল্পনার সতীর্থ ।
যৌবনে ভেজা মানে মনের স্নিগ্ধস্নান
আলুথালু দেহে অর্ধনগ্নতায় জালবোনা
প্রাণ নাড়ীতে খোঁজা জীবনের সিদ্ধপ্রাণ।
বার্ধক্যে বর্ষায় ভেজা মানে সুখের আসমান
স্মৃতির প্রাচীরে খোঁজা বাঁচার অলিগলি
ফেলে আসা দিনগুলির সখ্যতার অবসান।
বার্ধক্যে ভেজা মানে ম্রিয়মাণ আতিথ্য
দুনৌকায় পা বাড়ান অপেক্ষমান যাত্রী
পরন্ত বেলায় খুঁজে ফেরা শেষের গন্তব্য ।
Be First to Comment