গাজী আবদুন নূর : অভিনেতা, ঢাকা, বাংলাদেশ। ১৫ নভেম্বর, ২০২১। ক্লাসে বরাবর আমি এবং আমার বন্ধুরা অমনোযোগী। তবে ব্যতিক্রম হত কয়েকজন শিক্ষকের ক্লাসে। নাটক বিভাগের সবথেকে অমনোযোগী গ্রুপটার ক্লাসে উপস্থিতির হার সবথেকে বেশি! আমরা তো চাইতাম শনিবার এবং রবিবার ইউনিভার্সিটি খুলে দেওয়া হোক!
বিটি রোড এর ক্যাম্পাসের পর আমাদের আবেগের জায়গা ছিল জোড়াসাঁকোর ঠাকুর দালান, কুটি ঘাট, নন্দন চত্বর, গিরিশ মঞ্চ, রবীন্দ্র সদন, অ্যাকাডেমী,
সিঁথির মোড় থেকে কুটিঘাট সাত টাকা অটো ভাড়া,
সেটিও পকেট না থাকার দরুন পায়ে হেঁটেই পৌঁছতাম সেখানে। বিভিন্ন ধরনের থিয়েটার দল এর শো দেখা আমাদের নেশার মত ছিল।
সেই নেশা মেটাতে কখনো যাওয়ার ভাড়া পকেট থাকলেও ফিরে আসা অথবা শো দেখার টিকিটের টাকা থাকতো না।
নাটকের শো দেখার ব্যবস্থা হত সেই দলে কাজ করা বন্ধুদের মাধ্যমে, সেই দলের পরিচিত কেউ না থাকলে উপায় হত নানা ফন্দি-ফিকিরে! কখনো সিকিউরিটি কে ম্যানেজ করে! কখনো সেই দলের লোক সেজে! আর এই কাজে মাস্টারমাইন্ড ছিল সম্রাট এবং ভাস্কর কানে ফোন নিয়ে এমন একটা ভাব করে গ্রিনরুমে ঢুকতো, তারপরে বেরিয়ে এসে আমাদের সবাইকে ধরে ঢুকিয়ে নিত, যেন সে সেই দলেরই লোক! কোন কোন দিন তাতেও লাভ হতো না ।
তেমনই একটা দিন সবকিছু এপ্লাই করে কোন লাভ হয়নি।
একাডেমিতে শো দেখার আপ্রাণ চেষ্টায় সর্বশেষ সম্রাট এবং ভাস্করের বুদ্ধিতে প্লান হলো একাডেমী তে যেদিক থেকে নাটকের সেট ঢোকে সেই শাটার তুলে আমরা ভেতরে ঢুকব!!
অনেকটা সাহস করেই আমি, সম্রাট, ভাস্কর সেই শাটার তোলার কাজ শুরু করলাম।
পেছনে তখন দাঁড়িয়ে ত্বিষা, সূর্যকন্যা, তনুশ্রী,
অনেকটা নিঃশব্দে কিছুটা তুলে দেখি আমার স্বপ্নের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় স্যার!
তিনি কিছু বুঝে ওঠার আগেই ধপ করে শাটার নামিয়ে দিয়ে পালিয়ে এলাম নন্দনে। অপরাধবোধ কাজ করছিল, কিন্তু বন্ধু সম্রাট সহ কয়েকজন বড় কয়েকটা নাটকের দলে কাজ করার দরুন তারা পরিচিত ছিল। তাই ফিরে গিয়ে শো এর পর গ্রিনরুমে তাকে সরি বলতে যাওয়ার সাহস ছিল না।
একমাত্র আমি অপরিচিত মুখ, কোন নাটকের দলে তখনও জয়েন করিনি।
অপরাধবোধ এবং ভয় নিয়ে শো এরপর আমি গ্রিন রুমে গিয়েছিলাম।
শো এর পর গ্রিনরুমে অনেকেই দেখা করতে আসেন। স্বাভাবিকভাবে ভির থাকে, আমি অনেকটা দূরে দাঁড়িয়ে তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছিলাম।
দূর থেকেই চিনতে পারলেন!
হাতের ইশারায় ডাকলেন, আমি একটু দূরে দাঁড়িয়ে প্রণাম জানালাম ।
বুঝলেন, ভয় পাচ্ছিলাম!
হেসে দিয়ে বললেন, “দেখতে পেরেছ”?
মাথা নেড়ে আস্তে করে বললাম ‘ না’।
প্রশ্ন করলেন… “তোমার সাথে বাকিরা কোথায়”?
আমি বললাম, স্যার ভুল হয়ে গেছে এরম আর হবে না।
হেসে দিয়ে কাছে ডাকলেন
” এদিকে এসো”
কাছে গিয়ে পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিলাম।
গড় গড় করে বলে ফেললাম বাংলাদেশ থেকে এসেছি, রবীন্দ্রভারতীতে পড়ছি…
আরো অনেক কথা যা আজ মনে নেই!
কিন্তু একটা কথা আজও মনে আছে থাকবে আজীবন।
স্যার বলেছিলেন
“যখন ইনকাম করবে তখন থেকে নাটকের শো আর ফ্রিতে দেখবে না”
স্কলারশিপ পাওয়ার পর থেকে আর কখনো নাটকের শো, হলে গিয়ে মুভি, ফ্রিতে দেখিনি। এবং কোন লেখক এর থেকে ফ্রিতে বই নেইনি।
আপনার সঙ্গে কাজ করার ইচ্ছে আমার পূরণ হলো না স্যার। কিন্তু আপনার ইচ্ছে আমি পূরণ করেছি স্যার।❤️??
“যখন ইনকাম করবে তখন থেকে নাটকের শো আর ফ্রিতে দেখবে না” – সৌমিত্র চট্টোপাধ্যায়…..।
More from CinemaMore posts in Cinema »
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- “ঋতু-পয়েন্টার”— ঋতুপর্ণ ঘোষের সম্মানে একটি শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা….।
- Camellia Productions’ Oti Uttam Secures Spot in Limca Book of Records 2025 for Longest Use of Reused Archival Footage…..
- National award winning actress Rituparna Sengupta’s film Puratawn’ — A Bengali Gem with Sharmila Tagore,& Indraneil Sengupta, Wrapped in Warmth, Wisdom & Wonder Releasing on 18th April in Mumbai….
- বাঙালিয়ানার মধ্যে বাংলা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র ও ছবির উৎসব সুতানুটি শর্টস্….।
- ১০ম NEZ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মহা সমারোহে সম্মানিত পুরস্কারে ভূষিত হলেন শিল্পীরা….।
More from EntertainmentMore posts in Entertainment »
- INVICTUS 2025: Concludes with a Grand Celebration of Talent and Triumph….
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- কনসেপ্টচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন -২ ও বাংলার সেরা বাঙালীদের সম্মান প্রদানে’ সেরা বাঙালিয়ানা সম্মান’….।
- “ঋতু-পয়েন্টার”— ঋতুপর্ণ ঘোষের সম্মানে একটি শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা….।
- A.R. Rahman’s “The Wonderment Tour”….
More from InternationalMore posts in International »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘সিঁদুরের শক্তি’…..।
- কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের বড় জয়….।
- বন্ধন লাইফের ইউলিপ প্লাস-এ পেয়ে যাবেন প্রায় ৫০ গুণ পর্যন্ত লাইফ কভার এবং বাজার-সংযুক্ত সম্পদ বৃদ্ধির সুযোগ….।
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- এইচসিএম নেতৃত্ব টিম টাটা হিটাচির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলো….।
Be First to Comment