শিখা দেব : কলকাতা, ২৩ সেপ্টেম্বর ২০২৪। আই এস এল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট জয়ের হাসি হাসল সোমবার যুবভারতী স্টেডিয়ামে। সবুজ মেরুন ব্রিগেড ৩- ২ গোলে হারিয়ে দিল পাহাড়ের দল নর্থ ইস্ট ইউনাইটেডকে। ডুরান্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় নর্থ ইস্ট ইউনাইটেড এই মোহনবাগানকে হারিয়ে। এবারে তার প্রতিশোধ নিল মোহনবাগান।
এদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলার ৪ মিনিটের মাথায় মহম্মদ আলি গোল করে নর্থ ইস্ট ইউনাইটেডকে এগিয়ে দেন। পাল্টা আক্রমণে ১০ মিনিটে হেডে দীপেন্দু বিশ্বাস গোল করে মোহনবাগানের হয়ে খেলায় সমতা ফেরান। আবার নর্থ ইস্ট ইউনাইটেড এগিয়ে যায় আলাদিন আজারাইয়ের গোলে ২৪ মিনিটে।
দ্বিতীয় পর্বে সবুজ মেরুন ব্রিগেড আক্রমণে ঝড় তুলতে থাকে। জটলার মধ্যেই শুভাশিস বসু গোল করে আবার সমতা ফেরান। সবুজ মেরুন ব্রিগেড আক্রমণে গতি বাড়িয়ে ৮৭ মিনিটে জেসন কামিন্স গোল করে প্রতীক্ষিত জয় এনে দেন। এই জয় মোহনবাগানের সমর্থকদের আপ্লুত করে।
.
.
Be First to Comment