শ্রীজিৎ চট্টরাজ : কলকাতা, ১০ মার্চ, ২০২২। মার্চের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেতে চলেছে কিছুক্ষণ এন্টারটেইনমেন্টের নতুন বাংলা ছবি অপরাজিতা। পরিচালক রোহণ সেনের এই ছবির মুখ্য তিন চরিত্রে অভিনয় করেছেন শান্তিলাল মুখার্জি, তুহিনা দাস ও দেবতনু। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অমৃতা দে, লাল্টু সিনহা ও রাণা বসু ঠাকুর। ছবি মুক্তির প্রাক মুহূর্তে পূর্ব কলকাতার একটি রেস্তোরাঁয় সাংবাদিক বৈঠকে ছবির ট্রেলার দেখানো হয়।
পিতা ও কন্যার সম্পর্কের টানাপোড়েন নিয়ে ছবির কাহিনী গড়ে উঠেছে। এক মনস্তাত্বিক বিশ্লেষণে ছবির রসায়ন এগিয়ে নিয়েছেন পরিচালক। তিনি জানালেন,ছবিতে সংলাপ অপেক্ষাকৃত কম। অভিব্যক্তিই ছবির মূল উপজীব্য। একই ছাদের নিচে বাবা ও মেয়ে থাকে। কিন্তু সরাসরি বাক্যালাপ নেই।চিঠির মাধ্যমে সম্পর্ক টিঁঁকে থাকে। এই ক্ষয়িষ্ণু সম্পর্কের অবসান ঘটাতে সেতুবন্ধনের দায়িত্ত্ব বর্তায় মেয়েটির পুরুষবন্ধু সাহেব ও পারিবারিক ডাক্তার এবং নায়িকার প্রবাসী দিদির ওপর। এই তিন চরিত্রেই আছেন দেবতনু, রাণা বসু ঠাকুর ও অমৃতা দে।
এই সম্পর্ক কি স্বাভাবিক সম্পর্কে ফিরে আসবে? জানতে হলে দেখতে হবে এই ছবি। ছবিতে কয়েকটি গান আছে। যা ছবির কাহিনীকে সমৃদ্ধ করেছে। গেয়েছেন ছবির প্রযোজক অমৃতা দে। একটি চরিত্রেও তাঁকে দেখা যাবে। পরিচালকের চলচ্চিত্র শিক্ষা একটি প্রতিষ্ঠান মারফত। মাত্র ১৯ বছর বয়সে প্রথম ছবি করেন ‘এভাবেই গল্প হোক’। ছবিটি দাদাসাহেব ফালকে জুরি স্পেশাল পুরস্কার পায়। অপরাজিতা তাঁর দ্বিতীয় ছবি। অবশ্যই ছবিটি বড়পর্দার জন্য নির্মিত। ছবির নায়িকা তুহিনা দাস ইতিমধ্যেই হৈ চৈ প্ল্যাটফর্মে দময়ন্তী নামের ছবিতে কাজ করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। অপর্ণা সেনের ঘরে বাইরে ছবিতেও তাঁকে দেখা গেছে। অভিনয় করেছেন এক ধারাবাহিক ভূমিকন্যায়। সেক্ষেত্রে নায়ক দেবতনু নবাগত। পরিচালকের কথায় তুহিনাকে তাঁর মনে হয়েছে এই ছবির চরিত্রের জন্য যথাযথ। পরিচালকের দাবি, বাংলা ছবিতে বাবা মেয়ের সম্পর্ক নিয়ে এমন মনস্তাত্বিক ছবি সম্ভবত আগে হয়নি।
Be First to Comment