গোপাল দেবনাথ : কলকাতা, ২৪ জুন ২০২৩। আজকের দিনে মোবাইল ফোনের আকর্ষণ যতই থাকুক না কেন ছাপা অক্ষরের বই এর জায়গা কেউ কেড়ে নিতে পারেনি। সাধারণ ভাবে লেখক বলতে বুঝি একটু গুরুগম্ভীর ব্যাপার স্যাপার। যে বয়সে স্কুলে পড়াশুনা ও আড্ডা দিয়ে সময় কাটানোর কথা যা সাধারণ ভাবে ছেলে মেয়েরা করে থাকে, সেই বয়সে ইংরেজি ভাষায় লেখা অসাধারণ একটি বই লেখা কল্পনাও করা যায় না। শহর কলকাতার মাত্র সতেরো বছর বয়সী তরুণ লেখিকা জিতাবতী দাসের “বিশুদ্ধ প্রেম” নামক বইটি জীবনের অর্থ সম্পর্কে আমাদের সামনে একটি অনন্য দৃষ্টিভঙ্গি পেশ করেছে।
আত্মসচেতনতা এবং সম্পূর্ণ বিচার বিচ্ছিন্নতা নিয়েও আলোচনা করেছে। এই বইয়ের ভূমিকা লিখেছেন ফ্লোরিডা বসবাসকারী ইসকন এর শ্রী কৃষ্ণ প্রসাদ দাস। আলোচ্য এই বইটিতে ধর্ম, মনোবিজ্ঞানের মাধ্যমে সর্বোচ্চ স্তরের আত্মসচেতনতা স্থাপন সম্বন্ধেও আলোচনা আছে। যা এক কথায় অনবদ্য বলা যেতে পারে।
জীবনের দিশা সম্পর্কেও একটি সম্যক, অনন্য দৃষ্টিভঙ্গি,এই বইয়ের কল্যানে আমাদের সামনে ভেসে ওঠে।
এই বইটির মাধ্যমে আমরা জানতে পারি প্রাচীন যোগ-দর্শন এর মাধ্যমে আত্ম উন্মেষনের আর আত্মসমৃদ্ধির কথা।
এই “বিশুদ্ধ প্রেম” বইটি পড়ে পাঠকদের ভারতীয় দর্শনের প্রতি আকৃষ্ট হওয়াটাই স্বাভাবিক ঘটনা হতে চলেছে। অজ্ঞানতা দূরীকরণে এই বইয়ের ভূমিকা অনস্বীকার্য। আত্মসচেতনতা অর্জনে বয়স কোন বাধা হতে পারে না তাও এই বই ই বহুভাবে প্রমাণ করেছে।
সব মিলিয়ে “বিশুদ্ধ প্রেম”এক অনন্য সঠিক-জীবন-পথ নির্দেশিকা হয়ে দৃষ্টান্ত স্থাপন করবে। একটা কথা অবশ্যই উল্লেখ করতে হবে এই বয়সে এই ধরণের বই লেখার কথা স্বপ্নেও কল্পনা করা যায় না। সেখানে এই বইটির জন্য লেখিকা কে অবশ্যই সাধুবাদ জানাতে হয়।
আলোচ্য বইটি বর্তমানে আমাজন এবং ফ্লিপকার্ট্ এ পাওয়া যাছে। আন্তর্জাতিক শিপিং ও ই-বুক এখন পাওয়া যাচ্ছে। এ ছাড়াও এই বইটি কলকাতায় (সমস্ত স্টারমার্ক ষ্টোর), নতুন দিল্লী, মুম্বই, চেন্নাই এবং বেঙ্গালুরুর (১৫) টি উন্নত বইয়ের দোকানে শীঘ্রই পাওয়া যাবে জানিয়েছেন প্রকাশক কতৃপক্ষ।
*নসিওন প্রেস। মূল্য ৬৪০/-টাকা।*
Be First to Comment