বুম্বা মুখার্জী / গোপাল দেবনাথ : কলকাতা ১৫ অক্টোবর, ২০২৫। মহাভারতের কর্ণ অভিনেতা পঙ্কজ ধীর এই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে চলে গেলেন। বুধবার ১৫ অক্টোবর ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র জগত একজন অসাধারণ অভিনেতাকে হারালো। পঙ্কজ ধীর এর মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি বি.আর.চোপড়া পরিচালিত সুপারহিট ধারাবাহিক যা কেবলমাত্র দূরদর্শনে দেখা যেত মহাকাব্য “মহাভারত”। এই ধারাবাহিকে কর্ণ চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের মনে সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন এই অভিনেতা।
প্রকাশিত খবর অনুযায়ী, পঙ্কজ ধীর ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছিলেন। মাঝে কিছুটা ঠিক হলেও তাঁর এই মারণরোগ কিছু মাস আগে আবার ফিরে আসে এবং শেষ পর্যন্ত এই যুদ্ধে তিনি হেরে যান।
চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে তাঁর উপস্থিতি দর্বষকগণ দীর্ঘদিন মনে রাখবেন। মহাভারতের পর পঙ্কজ বিভিন্ন ধারাবাহিক ও ছবিতে নানান চরিত্রে নজরকাড়া অভিনয় করেছিলেন। 
শোকসন্তপ্ত কলাকুশলীর উপস্থিত সাংবাদিকদের বলেন তাঁর চলে যাওয়া শুধু একটি চরিত্রের সমাপ্তি নয়, একটি যুগের অবসান।
সিনে ও টিভি শিল্প পরিষদ CINTAA একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, “আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ১৫ অক্টোবর ২০২৫ তারিখে আমাদের বিশিষ্ট সদস্য ও সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক পঙ্কজ ধীর’ এর প্রয়াণ হয়েছে। আজ দুপুর ৪:৩০ টায় ছায়ানগর পবন হ্যান্স ক্রিমেটোরিয়ামে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।”
অভিনেতার প্রয়ানে ভক্তদের মধ্যে একটি বড় শূন্যতার সৃষ্টি হলো। বিনোদন জগতের মানুষের মধ্যে গভীরভাবে শোকের ছায়া নেমে এসেছে।







Be First to Comment