নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৯ ডিসেম্বর, ২০২৪। আমাদের মনের এমন অনেক কিছু বিষয় রয়েছে যেটা অনেকের কাছেই অজানা, রহস্যময় এবং তা নিয়েও অনেকের মধ্যে রয়েছে বেশ কিছু ভ্রান্ত ধারনাও। মনের সেই অজানা অনুভূতির খোঁজ বা সুলুক সন্ধান দিতে ‘অন্দরের ঘর,বাইরের ঘর’ নামে পুস্তক রচনা করেছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. দেবাঞ্জন পান। দর্শন, মনস্তত্ত্ব, স্নায়ুবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের এক মেলবন্ধন লেখাগুলোর মধ্যে আমরা দেখতে পাই। মনকে বোঝার, জানার বা তার হদিশ পাওয়ার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ডা. পান খুব সহজ ও সাবলীল ভাবে ব্যাখ্যা করেছেন। প্রকাশক ভাষা সংসদ ও মাইন্ড সেটের উদ্যোগে বিধাননগর ঐকতান অডিটোরিয়ামে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন দুই বিশিষ্ট সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য ও প্রচেত গুপ্ত এবং ড. নির্মল কুমার ইন্দ্র। তাঁরা জানান, নানা দৃষ্টিকোণ থেকে মনের সমস্যা দেখা বা বোঝার এক অমূল্য সংকলন এই বইটি। লেখক ডা. দেবাঞ্জন পান বলেন, মনকে আমরা একটা বায়বীয় বস্তু হিসাবে ভাবি। কিন্তু মনের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, সেখানে মস্তিস্ক ও ব্রেনের একটা বড় ভূমিকা রয়েছে। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে সেটাই তুলে ধরতে চেয়েছেন। প্রকাশক ও সাহিত্যিক বিতস্তা ঘোষাল বলেন, পান্ডুলিপি হিসেবে লেখাগুলো যখন পড়েন তখন মনের মধ্যে নানা প্রশ্নের তিনি উত্তর খুঁজে পান এবং সিদ্ধান্ত নেন বইটি তিনি প্রকাশ করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষা সংসদের সহ-সম্পাদক বিবেক চট্টপাধ্যায়,মৌসুমি দে, মাইন্ডসেটের সি ই ও শ্রেয়সী চ্যাটার্জি, ড. প্রিয়াঙ্কা পল সহ বহু বিশিষ্ট ব্যক্তি ।
প্রসিদ্ধ সঙ্গীতশিল্পী ইন্দ্রানী ভট্টাচার্যের রবীন্দ্রসঙ্গীত ও লেখক দেবাঞ্জন পানের কবিতা আবৃত্তি অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেয়।সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অদিতি চক্রবর্তী
মনের অজানা রহস্যের খোঁজে ‘অন্দরের ঘর, বাইরের ঘর’ পুস্তক প্রকাশ….।

More from BooksMore posts in Books »
- “Load the Box” Book Fair – book fair Returns of Acropolis Mall to delight book enthusiasts….
- এমনও তো হতে পারে কোনো এক জন্মে আমিই ছিলাম তোমার ঘরে মৃণালিনীর বেশে….।
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- কল্যাণীতে বিশ্বমানের আলোচনাসভায় সত্যজিৎ রায়….।
- Highlights from the inauguration of Boiparay Boi Utsab…..
- কল্যাণীতে সংবিধান ও স্বাধীনতা আলোচনাসভা….।
More from InternationalMore posts in International »
- আয়কর ভবনে আয়কর বিভাগের কর্মীদের জন্যে চক্ষু চিকিৎসা শিবির….।
- নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত “দায়বদ্ধ”: কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার এক টানটান নাট্যভাষ্য, নির্দেশনায় অরিত্র ব্যানার্জী.….।
- নব্বই বছর বয়স পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস…।
- ফোর্থ স্টেট আয়রন লিফটিং বডি বিল্ডিং ও ডান্স চ্যাম্পিয়নশিপ ২০২৫…।
- উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালো….।
- কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রক্ত ঝরার দিনেই রক্তদান
Be First to Comment