Press "Enter" to skip to content

মধ্যকলকাতার শিবচক ক্লাবের সৌজন্যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের আয়োজন….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৪ ডিসেম্বর, ২০২৪। শিবচক ক্লাব  কলকাতার সৌজন্যে বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হলো।মানদণ্ড (যারা সাক্ষাৎকার অর্জিত হবে)-বয়স১৮+ থেকে ৩৫ বছর বয়স এবং ন্যূনতম শ্রেণী ৫ম শ্রেণী উত্তীর্ণ এবং স্নাতক এবং স্নাতকোত্তর। চাকরির ধরন-১. ক্লাস ৫ম থেকে দশম শ্রেনীর জন্য উত্তীর্ণ, হাউসকিপিং জব। ২, দ্বাদশএবং স্নাতকোত্তর-ব্যাঙ্কিং সেলস জব, ইন্স্যুরেন্স সেলস জব, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ফিল্ড লেভেলের চাকরি, বাড়ি বিক্রয়, নিরাপত্তা প্রহরীর চাকরি, বিপিও চাকরি দেওয়া হবে জানালেন নিয়োগ কর্তারা।

ক্লাবের সম্পাদক উপস্থিত সাংবাদিকদের বলেন আমাদের নিয়োগকর্তারা হবে TATWA BPO, S&IB এবং QUESS। আমাদের এখানে প্রার্থী এবং প্রতিষ্ঠানের জন্য কোন চার্জ প্রযোজ্য নয়। যে সকল প্রার্থীরা ফটো এবং যথাযথ ইন্টারভিউ গ্রুমিং সহ দুটি আপডেট করা সিভি নিয়ে এসে ছিল তাদের চাকরির ব্যবস্থা করা হয়।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.