Press "Enter" to skip to content

মঞ্চস্থ হলো গোবরডাঙ্গায় মুকুলিকা গানের স্কুল আয়োজিত দুদিনের মুক্ত মঞ্চে নাট্য উৎসব ২০২২….।

Spread the love

বিশেষ প্রতিনিধি : ২৮ মার্চ ২০২২। গত ১৯ ও ২০ মার্চ  শনিবার ও রবিবার এই দুদিন ধরে গোবরডাঙ্গা।             ” মুকুলিকা গানের স্কুলের” পরিচালনায় অনুষ্ঠিত হলো এই প্রথম ২ দিন ব্যাপি “আনন্দধারা” মুক্ত মঞ্চে নাট্যৎসব ২০২২। প্রথমদিন এই উৎসবের সূচনা হয় সেমিনার দিয়ে। ‘আমার ছেলেবেলা আমার থিয়েটার’-শীর্ষক সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন নাট্য পরিচালক আশিষ চট্টোপাধ্যায়, ভাবনা থিয়েটারের সম্পাদক অভীক ভট্টাচার্য্য, নাট্যব্যক্তিত্ব দীপা ব্রহ্ম, নাট্য পরিচালক ও অভিনেতা জীবন অধিকারী ও ইমন মাইম সেন্টার এর কর্ণধার ধীরাজ হাওলাদার। সেমিনারে দীপা ব্রহ্ম একটি সঙ্গীত পরিবেশন করেন, সেমিনারের বিষয় এবং উপস্থাপনা উপস্থিত শ্রোতাদের বিশেষভাবে উদ্বুদ্ধ করে। সেমিনার পরিচালনায় ছিলেন জীবন অধিকারী।এই নাট্য উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার পৌর প্রধান শংকর দত্ত ও ওয়ার্ড কাউন্সিলর শ্রীমতি রত্না বিশ্বাস চৌধুরী এবং সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

উৎসবের প্রথম দিন অনিমা দাসের কথায় ও সুরে সম্মিলিত সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে মুকুলিকার ছাত্র-ছাত্রীরা নাট্য উৎসবের সূচনা করে। প্রথমদিন এই উৎসবের মুল আকর্ষণ ছিলো শ্রুতিনাটক। অনিমা দাসের নির্দেশনা ও মুকুলিকার প্রযোজনায় মঞ্চস্থ হয় দু’টি শ্রুতিনাটক ‘শান্তিনীড়’, ও ‘আমার একলা আকাশ। প্রসঙ্গত ‘শান্তিনীড়’ নাটকটি রচনা করেন অনিমা দাস। মুকুলিকা প্রয়োজিত বনানী মুখোপাধ্যায় এর নাটক ‘সখা শ্রুতি নাটকটি সকলের ভালো লাগে, নির্দেশনা অনিমা দাস।এরপর গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নাটক স্বীকারোক্তি মঞ্চস্থ হয়, গল্প নন্দিতা বাগচী, নাটক সুব্রত সরকার, পরিকল্পনা ও নির্দেশনা জীবন অধিকারী। উৎসবের দ্বিতীয়দিন মঞ্চস্থ হয় ন্যাজার্ট ভাবনা প্রোয়োজিত নাটক “ কাঁথা’, নির্দেশনা সমরেশ বসু, রচনা মোহিত চট্টোপাধ্যায়। ঐদিনের দ্বিতীয় নাটকটি ছিলো দৃষ্টি দত্তপুকুরের উপস্থাপনা “পান্ডুলিপির সাদা পাতা”।
সর্বশেষ পরিবেশনা ছিলো ধীরাজ হাওলাদারের পরিচালনায় ইমন মাইম সেন্টারের মূকাভিনয় । দর্শকরা দারুণভাবে উপভোগ করেছেন সেই মুকাভিনয়।
সমগ্র উৎসবটি পরিকল্পনা, ভাবনা ও পরিচালনায় ছিলেন মুকুলিকার কর্ণধার অনিমা দাস।

More from CultureMore posts in Culture »
More from EntertainmentMore posts in Entertainment »
More from Theater/DramaMore posts in Theater/Drama »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.