নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩ অক্টোবর ২০২৪। সদলবলে এগিয়ে এলেন ভূতের রাজা। একটি দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে হাঁকডাক শুরু করলেন, ডিম কারবারি, এই ডিম কারবারি। ডাক শুনে সস্ত্রীক বেরিয়ে এলেন ডিম ব্যবসায়ী ঢপেশ্বর পাটোয়ারি। ভুতের রাজা তার একমাত্র মেয়ে কঙ্কনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন ঢপেশ্বরের ছেলে পলাশের সঙ্গে। ভূত কন্যার সঙ্গে নিজের ছেলের বিয়ে! শুনে তো অজ্ঞান হওয়ার অবস্থা ঢপেশ্বরের। পরে অবশ্য জানা গেল, কঙ্কনা আসলে মনুষ্য কন্যা, জন্মের পরেই তাকে জঙ্গলে কুড়িয়ে পায় ভূত রাণী এবং নিজের সন্তানের মতোই মানুষ করে। সব জানার পর ঢপেশ্বর এই বিয়েতে সম্মতি দেন। কিন্তু হঠাৎ দলবল নিয়ে অকুস্থলে এসে হাজির হন গাঁয়ের প্রধান, সঙ্গে তার ন্যাকা মেয়ে শ্যামলী। সেও চায় ঢপেশ্বরের ছেলে পলাশকে বিয়ে করতে। শুরু হয়ে যায় গন্ডগোল। মেয়ে বায়না ধরে বিয়ে না করে সেখান থেকে যাবেই না! অবশেষে প্রধানের শাগরেদ অজয়কে ডেকে এনে তার সঙ্গে নিজের মেয়ে শ্যামলীর বিয়ে দিয়ে পরিস্থিতি সামলান প্রধান। পলাশ এবং কঙ্কনার বিয়েও নির্বিঘ্নে হয়ে যায় ভূত মানুষের উপস্থিতিতে।
বর্ষা বিঘ্নিত অপরাহ্নে আগরপাড়ার একটি দোতলা বাড়ি সংলগ্ন এলাকায় শুটিং চলছিল পূর্ণেন্দু হালদারের ভূত মানুষ নিয়ে মজার ছবি ভুতনি বউ-এর। ভূতের রাজার ভূমিকায় জমিয়ে অভিনয় করলেন পরান বন্দ্যোপাধ্যায়। ঢপেশ্বরের চরিত্রে পরিচালক পূর্ণেন্দু হালদারও কম যান না। সঙ্গে যোগ্য সঙ্গত করলেন প্রধানের চরিত্রে ডা:অমিতাভ ভট্টাচার্য, অজয়ের চরিত্রে বিশ্বনাথ বসু। নায়িকা কঙ্কনার চরিত্র অভিনয় করছেন মৌবনি সরকার। প্রধানের স্ত্রী-র চরিত্রে ধৃতিকণা ভট্টাচার্য, ঢপেশ্বরের স্ত্রী-র চরিত্রের সুমা চক্রবর্তী এবং ভূত রানীর চরিত্রে অভিনয় করছেন রীতা মান্না। এছাড়া অন্যান্য চরিত্রে ভোলা তামাং, রাকেশ, ডা: অগ্নিপর্ণা চক্রবর্তী, সুস্মিতা মন্ডল জয়ন্ত দাস, মানসী ঘোষ, সন্দীপ রায়, দেবাশিস সেনগুপ্ত, পায়েল রায় ও অন্যান্যরা। সূত্রধরের ভূমিকায় রয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়।
কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনা পূর্ণেন্দু হালদার। চিত্রগ্রহণ এবং সম্পাদনা শাহবাজ খান। সঙ্গীত পরিচালনা ওম অরূপ। নেপথ্য কণ্ঠে সুজয় ভৌমিক, জয়া হালদার ও অভি। নিবেদনে নিউ ওয়েব ফিল্ম। প্রযোজনায় মহম্মদ রহিম।
প্রথম পর্যায়ের শুটিং শেষ। পরিচালক জানালেন, পরবর্তী পর্যায়ে শুটিং শুরু হবে পুজোর মাস গেলেই। আগামী বছর ফেব্রুয়ারি নাগাদ ছবিটি রিলিজের সম্ভাবনা রয়েছে।
ভূত মানুষের মজাদার গল্প নিয়ে ভূতনি বউ….।
More from CinemaMore posts in Cinema »
- বন্ধুর চির-বিদায়ের খবরটা নিমেষে মনকে বিষন্ন করে তুললো। মনে পড়ে গেলো কত মন ভালো করা স্মৃতি। নীরবে ছুঁয়ে এলাম মুনমুন আর ভরতকে। অনেক মানুষ থাকেন যাঁরা রক্ত সম্পর্কিত না হয়েও আমার আত্মার আত্মীয়। এই দুজন সেরকম দুই বন্ধু…..।
- দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিদায় বাঞ্ছারাম: মৃত্যুর চোখে জল’…..।
- ভবানীপুর ইউনাইটেড ফোরামের অভিনব প্রচেষ্টা টয় ট্রেনে চেপে ভূত বাংলোর সফর
- ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ ১৯৯৪ সালে আগুনের পরশমনি চলচ্চিত্র নির্মানের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন…।
- নবান্ন গিয়ে কাজ সেরে বাড়ি ফিরেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় চিত্রসংবাদিক সুপ্রিয় নাগ…।
- দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘মহাগুরুর দাদাসাহেব’….।
More from EntertainmentMore posts in Entertainment »
- বন্ধুর চির-বিদায়ের খবরটা নিমেষে মনকে বিষন্ন করে তুললো। মনে পড়ে গেলো কত মন ভালো করা স্মৃতি। নীরবে ছুঁয়ে এলাম মুনমুন আর ভরতকে। অনেক মানুষ থাকেন যাঁরা রক্ত সম্পর্কিত না হয়েও আমার আত্মার আত্মীয়। এই দুজন সেরকম দুই বন্ধু…..।
- প্রেসক্লাবে আয়োজিত হল ১৩তম বঙ্গ গৌরব অনন্য সম্মান-২০২৪…।
- সায়েন্স সিটি অডিটোরিয়ামে আয়োজিত হল কমল কর স্মরণে বঙ্গকমল সম্মান….।
- দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিদায় বাঞ্ছারাম: মৃত্যুর চোখে জল’…..।
- ভবানীপুর ইউনাইটেড ফোরামের অভিনব প্রচেষ্টা টয় ট্রেনে চেপে ভূত বাংলোর সফর
- নিবেদিতা বিদ্যালয়ের ১২৫ তম বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হল গিরিশ মঞ্চে….।
More from InternationalMore posts in International »
- ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠান….।
- প্রণবানন্দ আর্ট ইনস্টিটিউশনের তুলিকার ৩৬ তম বার্ষিক চিত্র প্রদর্শনী….।
- বন্ধুর চির-বিদায়ের খবরটা নিমেষে মনকে বিষন্ন করে তুললো। মনে পড়ে গেলো কত মন ভালো করা স্মৃতি। নীরবে ছুঁয়ে এলাম মুনমুন আর ভরতকে। অনেক মানুষ থাকেন যাঁরা রক্ত সম্পর্কিত না হয়েও আমার আত্মার আত্মীয়। এই দুজন সেরকম দুই বন্ধু…..।
- প্রেসক্লাবে আয়োজিত হল ১৩তম বঙ্গ গৌরব অনন্য সম্মান-২০২৪…।
- বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টে সুস্থ শিশুরা শোনালেন থ্যালাসেমিয়া থেকে মুক্তির কাহিনী….।
- সায়েন্স সিটি অডিটোরিয়ামে আয়োজিত হল কমল কর স্মরণে বঙ্গকমল সম্মান….।
Be First to Comment