পঙ্কজ চট্টোপাধ্যায় ::—
আমরা বৃদ্ধ হয়ে গেছি….তবুও ওরা আসছে,আসছে..
ক্ষত বিক্ষত হয়ে একে একে সামনে এসে দাঁড়াচ্ছে,… হাথরস,দিল্লি, কাকড়াঝোর,পার্ক স্ট্রিট, পাঁচলা, বানতলা, মালদা, কামদুনি…
কি চায় তারা..? কি চাস তোরা?
তারা উত্তর দেয়,তুমি আমাদের মা,তুমি আমাদের বাবা,
লালসার তান্ডবে আমরা নগ্ন শরীর.. মৃত লজ্জা..সম্ভ্রম,
একটু ইজ্জতের কাপড় দেবে???
আমাদের কান্না, তাদের কান্না শুকিয়ে গেছে কবে…
বসন্তের অতিথির মত কটাদিন প্রতিবাদ আসে,তারপর সে চলে যায়,
ব্যস্ততায় অবধারিত ভাবে…
শুধু পড়ে থাকে ইতিহাসে ঘটনার লাশ, আর ওদের হাহুতাশ,…
আমরা বৃদ্ধ হয়েছি,তবু,তবু প্রাণপণে বলে উঠি…
দধিচীর মত আমাদের গায়ের এই উৎসর্গীকৃত চামড়া ছিড়েখুঁড়ে খুলে খুলে নিয়ে যা…নিয়ে যা….
তোরা অন্তত লজ্জাটুকু ঢেকে রাখ…
যতটা ঢাকা থাকে থাক…,যতটা ঢাকতে পারিস ঢাক..
ভালো থাকিস তোরা মা আমার…
তোদের নগ্নতার বোঝা আমাদের কাঁধেই বইতে হবে,
এখন বেঁচে থাকার প্রহসনে প্রতিদিন শুধুই মরি,
ভালো থাকিস মা আমার,ভালো থাকিস মা…
লালসার উপত্যকা এদেশের নাম, ছলে বলে
লোলুপতা ঘোরে, বিভৎস কামুক চারিধার, কৌশলে,
জন্মভূমির,মাতৃভুমির যোনিপথ ভেঙেচিরে চুরমার…!!
ঐ দূরে প্রস্তুতি চলছে স্বাধীনতা দিবসের,
মহড়ায় শোনা যায়….
আইন-কানুন, গণতান্ত্রিক বিচারের সমবেত গান..
আমরা অনেক দূরে অবাক হয়ে জেগে থাকি সারাক্ষন,
সাথে জাগে ক্ষুব্ধ বিক্ষুব্ধ এদেশের আগুনমুখী জনগন,
আর জেগে থাকি আমি আর সে, দুই বৃদ্ধ বৃদ্ধা প্রাণ…
৭৫/৭৬ বছরের ভারতবর্ষের স্বাধীনতা….
আর…
৭৩/৭৪ বছরের ভারতবর্ষের সংবিধান…..!!







Be First to Comment