বিশ্বজিৎ দাস : শিলিগুড়ি, ৫ অক্টোবর , ২০২৫। উত্তরবঙ্গের পাহাড়ে টানা ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন, ৫ অক্টোবর রবিবার ভোরে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসের ধ্বংসাবশেষে কমপক্ষে ২৭জন নিহত এবং আরও বেশ কয়েকহাজার মানুষের পাহাড়ে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং ডুয়ার্স এ ভয়াবহ বন্যা তিস্তা রায়ডাক জলঢাকার জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী গত ২৮ বছরের মধ্যে এই রকম ভয়াবহ বন্যা দেখা যায়নি।
দার্জিলিং-এর মিরিক এবং সুখিয়া পোখরি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিলিগুড়িতে বালাসন নদী গর্ভে তলিয়ে গেল বাড়িঘর এছাড়াও ভারী বৃষ্টিপাতের ফলে মিরিক ও শিলিগুড়ির সংযোগকারী দুধিয়া লৌহ সেতু ভেঙে পড়েছে।
দার্জিলিংয়ে ভূমিধসের ফলে সরকারি নির্দেশে টাইগার হিল, রক গার্ডেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলি সহ পর্যটন কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।
Be First to Comment