গোপাল দেবনাথ : মন্মথপুর, ১৮ নভেম্বর ২০২২। বিশ্ব জুড়ে চলছে অশান্তির বাতাবরন আর তার থেকে শান্তি ফিরিয়ে আনতে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের বার্ষিক মহোৎসব উপলক্ষে বৈদিক শান্তি যজ্ঞ ও হিন্দুধর্ম সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হল।
এই সম্মেলন উপলক্ষ্যে তিন দিন ব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্ঘের রীতি মেনে স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৭তম আবির্ভাব বর্ষকে পাথেয় করে পঞ্চম বার্ষিকী মহোৎসবে তিন দিক দিয়ে শোভাযাত্রা সহকারে শতশত ভক্ত ও মায়েরা কালনাগিনী নদী থেকে জল নিয়ে আসেন মহাভিষেকের জন্য৷ ১২৭টি পদ রান্না করে অন্নকূট ভোগ নিবেদন করেন৷ দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ থেকে হরিনাম সংকীর্তণ, প্রায় শতাধিক সাধন দীক্ষা সহ তিনদিনের নানা অনুষ্ঠানে অংশ নেন দক্ষিন ২৪ পরগনার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ।
Be First to Comment