গোপাল দেবনাথ : কলকাতা, ২৩, আগস্ট, ২০২০। জীব সেবাতেই শিব সেবা এই কথা মাথায় রেখে আজ বেলেঘাটা সি আই টি রোডে বেলিয়াঘাটা ৩৩ পল্লী বাসী বৃন্দ আয়োজিত মহামারী করোনা ভাইরাসের এন্টিবডি টেস্ট (কোভিড-১৯) এর জন্য রক্ত পরীক্ষার আয়োজন করা হয়। এই কোভিড -১৯ পরীক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবী সংস্থা রোটারি ক্লাব অফ ক্যালকাটা, কাঁকুরগাছি। আজকের এই পরীক্ষা শিবিরে ৫৮ জন করোনা যোদ্ধার রক্ত পরীক্ষা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে জানা যাবে কোন ব্যক্তির শরীরে কতটা এন্টিবডি তৈরি আছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলেঘাটা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী পরেশ পাল। রোটারি ক্লাব অফ ক্যালকাটা (কাঁকুরগাছি) র সভাপতি ডাঃ দিব্যেন্দু ব্যানার্জী, ডি জি ই- রোটারিয়ান শ্রী প্রবীর চ্যাটার্জি। এই কোভিড- ১৯ এন্টিবডি টেস্ট সম্বন্ধে বেলিয়াঘাটা ৩৩ পল্লী বাসী বৃন্দ সংস্থার সম্পাদক শ্রী হাবু সাহা জানালেন, আজকের দিনে এই টেস্ট করানোর যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। আমাদের এই সংস্থা ২০০১ সালে স্থাপিত হয়। আমাদের কর্মযজ্ঞ কেবলমাত্র দুর্গোৎসব এর মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা সারা বছর ধরেই নানান ধরনের সামাজিক কর্মকান্ড করে থাকি। কখনও বৃক্ষরোপন, গ্রীষ্মকালে স্বেচ্ছা রক্তদান শিবির, লকডাউন কালে সাধারণ দুঃস্থ মানুষের পাশে থাকা থেকে শুরু করে সব ধরণের সামাজিক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত করে রেখেছি।
বেলিয়াঘাটা ৩৩ পল্লী বাসী বৃন্দ আয়োজিত করোনা ভাইরাসের এন্টিবডি টেস্ট সহযোগিতায় রোটারি ক্লাব অফ ক্যালকাটা, কাঁকুরগাছি………..
More from GeneralMore posts in General »
- Princeton Club Becomes the Heart of Festive Cheer this Christmas….
- তুমি বহুরূপে সেজে এসো হাসি মজা দিয়ে শুধু ভালোবেসো…।
- Sau Saal Pehle: Sonu Nigam’s Homage to Mohammed Rafi on His 100th Birth Anniversary….
- দীর্ঘ প্রতিক্ষিত “রোগ পরিচয় ” বইটি প্রকাশিত হল !….
- আজকের কাগজে একটা খবর চোখে পড়েছে?কলকাতায় কাশ্মীরি আতংকবাদী গ্রেফতার!!….
- The Yellow Turtle Enchants with Winter Tales….
Be First to Comment