সৃঞ্চিনী পোদ্দার : বেলঘরিয়াঃ ৬ সেপ্টেম্বর ২০২২। যেকোন কিছুর মূল বা প্রকৃত রূপ বা অবস্থা, মূল বা প্রাথমিক পদার্থ নিয়েই প্রকৃতি। চারিদিকে ঘাস, গাছ পালা। আর পর্যাপ্ত পরিমান জলাশয়। আর তা নিয়েই একটি প্রকৃতির স্বাভাবিক বর্ননা। তবে আধুনিকতার ধাঁচে সেজে উঠছে প্রকৃতি। দিনে দিনে সবুজ লোপাট হচ্ছে বড় বড় অট্টালিকা কিংবা কারখানার গ্রাসে। প্রকৃতি হয়ে উঠেছে বিবর্ন। আর এই বিবর্ন প্রকৃতিকে ভাবনার মাধ্যমে মন্ডপ সজ্জায় সাজিয়ে তুলছে বেলঘরিয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব। তাদের এবছরের পুজোর থিম বিবর্ন প্রকৃতি। শিল্পী অতনু রায়ের উপস্থাপনায় বেলঘরিয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব পরিচালিত দুর্গপুজোর মন্ডোপ সাজবে বিবর্ন প্রকৃতি রুপে। প্লাস্টিক বর্জনের বার্তা তুলে দিতেও নানা রকম প্রতিকৃত বানিয়ে মন্ডপ সজ্জায় তা তুলে ধরা হবে। নিত্যদিন বাড়িতে ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে ফেলে দেওয়া জিনিস এবার মন্ডপ সজ্জায় ব্যবহার করা হচ্ছে। যা এবছরের চমক থাকছে মন্ডপ জুড়ে।
গত ৩৪ বছর ধরে নতুন নতুন ভাবনায় সেজে ওঠে বেলঘরিয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব পরিচালিত দুর্গপুজোর মন্ডোপ। প্রতি বছর থাকে নতুন কিছু চমক। আর এবছরও ব্যাতিক্রম কিছু নয়। অসচেতন সমাজকে সচেতনতার বার্তা দিতে মন্ডপ জুড়ে থাকছে পরিবেশের ভারসাম্য বজায় রাখার নানা রকম ম্যাসেজ।
আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষায়। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তাই প্রস্তুতি একেবারে তুঙ্গে। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। বৃষ্টির জেরে কিছুটা কাজে বেগ পেতে হলেও টানা দু মাস ধরে চলছে মন্ডপ তৈরির কাজ। পঞ্চমী থেকে দর্শনার্থীদের জন্যে খুলে দেওয়া হবে মন্ডপ।
Be First to Comment