রঞ্জিতা দেবনাথ : বারাণসী, ১১ অক্টোবর ২০২৪। বেনারসে সঙ্ঘের দুর্গাপুজোর প্রতিষ্ঠা করেছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজ। তারপর থেকে প্রতি বছর মহা ধুমধামের সাথে বেনারস ভারত সেবাশ্রম সঙ্ঘে অনুষ্ঠিত হয় দুর্গাপুজো। প্রতিবছর এই পুজো দেখতে ভীড় করেন এলাকাবাসী। যদিও বেনারস শহরেও বর্তমানে অসংখ্য দুর্গাপুজো হয়। ষষ্ঠীর দিন প্রভাত ফেরীর মাধ্যমে সন্ন্যাসীগণ বেনারস শহর পরিদর্শন করেন। তারপর শুরু হয় দুর্গাপুজো। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পুজো দেখতে ভিড় জমান। সন্ন্যাসীরা ত্রিশূল নৃত্য, ধনুচি নৃত্য ও নৃত্যের মাধ্যমে আরতি পরিবেশন করেন। দশমীর দিন মাকে বরণ করে বেনারসে গঙ্গার ঘাটে বিদায় জানানো হয়।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, সঙ্ঘের প্রাণ পুরুষ সঙ্ঘ প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ ১৯২৬ সালে বেনারসে এই দুর্গাপূজার প্রচলন করেন। আজও সেই বৈদিক ভাবধারায় আধ্যাত্মিক পরিবেশে শ্রদ্ধাসহকারে শ্রীশ্রী গুরুপূজা ও মায়ের পূজা সুসম্পন্ন হয়ে থাকে। পুজোর কয়দিন মাতৃ আরাধনার সাথে সাথে বিশেষ আকর্ষণ সন্ধিপূজা, লাঠিখেলা, ছৌনাচ, ধর্মীয় সম্মেলন ও বিভিন্ন চিত্তাকর্ষণ কার্যসূচীর ব্যবস্থা করা হয়।
বেনারসে মহা ধুমধামের সাথে আয়োজিত হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘের দুর্গা পুজো….।

More from GeneralMore posts in General »
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।
- সুন্দরবনের উৎপাদিত দ্রব্য বিশ্ববাজারে পৌঁছে দিতে উদ্যোগ ন্যাশানাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের….।
- দুষ্কৃতীদের তান্ডবের প্রতিবাদে প্রথম আলোর সাংবাদিকরা আজ রাস্তায়….।
- India’s Protein Awakening: How 2025 Redefined Everyday Nutrition….
- কবাডিতে বিশ্বসেরা ভারতের মেয়েরা….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।





Be First to Comment