Press "Enter" to skip to content

বৃন্দাবন মাতৃ মন্দিরের সামাজিক উদ্যেগ- দুর্গা পুজোর টাকা বাঁচিয়ে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা কৃতিদের স্কলারশিপ প্রদান

Spread the love

নিউজ স্টারডম: কলকাতা, ১০ই জানুয়ারি২০২০, উত্তর কলকাতার সুকীয়া স্ট্রিটের ১১১ বছরের বারোয়ারি দুর্গা পূজা কমিটি বৃন্দাবন মাতৃ মন্দির আগামী ১৯শে জানুয়ারী সুকিয়া স্ট্রিটে বার্ষিক স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান করতে চলেছে ,এবার পিঙ্কি রায় স্মৃতি স্কলারশিপ,গণিতজ্ঞ নির্মল চন্দ্র লাহিড়ী স্মৃতি স্কলারশিপ সহ মোট ৩০ জন কে রাজ্যের নানান জেলার আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা কৃতি ছাত্রছাত্রীদের ১০,০০০/- টাকা করে সর্বমোট ৩,০০,০০০/- টাকা অর্থমূল্যের স্কলারশিপ প্রদান করা হবে, গত ৭- ৮ মাস ধরে ক্লাবের নিজস্ব ওয়েবসাইটের মধ্যমে প্রায় সমগ্র রাজ্যব্যাপী গ্রহণ করা অসংখ্য আবেদনের মধ্যে থেকে সেরার সেরা ৩০ জনকে মনোনীত করা হয়েছে এই স্কলারশিপের জন্য। বৃন্দাবন মাতৃ মন্দিরের আয়োজনে এই বছর ষষ্ঠ বছরে পদার্পন করল। আজ থেকে ৬ বছর আগে মাত্র ১০,০০০ টাকা সাশ্রয় করে শুরু করা এই স্কলারশিপ প্রদান করার উদ্যোগ এই বছর তিন লাখের গন্ডিতে পৌঁছেছে। স্বল্প বাজেটের দুর্গা পুজো কমিটি হলেও শতাব্দী প্রাচীন বৃন্দাবন মাতৃ মন্দিরের এই প্রচেষ্টা জারি থাকবে আসছে বছরেও। বৃন্দাবন মাতৃ মন্দিরের এই উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে অন্যান্য বড় বাজেটের পুজো কমিটির এই ধরণের উদ্যোগ গ্রহণ করলে সমাজের কল্যাণ হবে।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.