গোপাল দেবনাথ : কলকাতা, ৫ জুন ২০২২। আম্ফান ঝড়ের তান্ডবের কথা এই রাজ্যবাসী আজও ভুলতে পারিনি আগামীদিনে পারবে বলে মনে হয় না। আম্ফানের ঝড়ে ভীষণ ভাবে ক্ষতি হয়েছে এ রাজ্যের। হাজার হাজার গাছ উপড়ে পড়েছে৷ আর্থিক ক্ষতির কথা না হয় ছেড়েই দিলাম পরিবেশের যে ভয়ানক ক্ষতি সেটা আমরা প্রায় সকলেই ইতিমধ্যে জেনে গেছি। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় এবং ভূমিক্ষয় রোধে কয়েকবছর ধরে দক্ষিন ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলে কয়েক লক্ষ নারকেল গাছ লাগিয়েছে ভারত সেবাশম সঙ্ঘ।
এবার বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় লক্ষাধিক নারকেল গাছ ও কাঁঠাল গাছ লাগানোর উদ্যোগ নিল তারা। এর পাশাপাশি শহরাঞ্চলে আম, জাম, কাঁঠাল সহ নানা ফলের গাছ বসানো শুরু হয়েছে আজ বিশ্ব পরিবেশ দিবসের সকাল থেকে। এদিন দক্ষিণ কলকাতার সঙ্ঘের প্রধান কার্যালয়ে এক বৃক্ষরোপন কর্মসূচী নেওয়া হয়। সেখানে সঙ্ঘের সন্যাসী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে অংশ নেন মহিলা মোর্চার সাংস্কৃতিক শাখার কর্মীরা। বৃক্ষ রোপন করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ।
তিনি সাংবাদিকদের বলেন, আম্ফানের পর থেকেই পরিবেশ ও ভূমিক্ষয় রোধে তারা সুন্দরবন অঞ্চলে কয়েক লক্ষ গাছ লাগিয়েছে। এইবারেও টরেন্ট ক্যালকাটা ফাউন্ডেশনের সহযোগিতায় ৫০ হাজার কাঁঠাল গাছ ও রবীন্দ্র সরোবর ফ্রেন্ডস ফোরামের সহযোগিতায় ৫০ হাজার নারকেল গাছ বসানোর কাজ শুরু হচ্ছে এইদিন থেকেই। মনুষ্য সহ প্রাণী জগৎ কে সুস্থ ভাবে বাঁচতে হলে বৃক্ষরোপন করতেই হবে।
Be First to Comment