Press "Enter" to skip to content

বিশিষ্টজন এর উপস্থিতিতে শারদীয়া সংবাদ দর্পণ -এর প্রচ্ছদের আত্মপ্রকাশ….

Spread the love

গোপাল দেবনাথ : বরাহনগর, ৩ জুলাই, ২০২৩। বিশ্বের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সারা বছর ধরে সাধারণ মানুষ অপেক্ষা করে থাকে এই দুর্গাপুজোর জন্য। দুর্গাপূজা হবে অথচ বিশেষ পূজা সংখ্যা হবে না তা কি করে হয়। ইতিমধ্যে সব প্রকাশন সংস্থাই কোমর বেঁধে নেমে পড়েছে পুজোর সময় শারদীয়া সংখ্যা প্রকাশের জন্য। পিছিয়ে নেই সংবাদ দর্পন ও। রবিবার শারদীয়া সংবাদ দর্পণ -এর প্রচ্ছদের আত্মপ্রকাশ হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাহনগর রামকৃষ্ণ মিশনের মধু মহারাজ, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, বরাহনগর বিধানসভার বিধায়ক ও উপ-মুখ্যসচেতক তাপস রায়, বরাহনগর উপ-পুরপ্রধান দিলীপ নারায়ণ বসু, পৌরপারিষদ সদস্য ও ন’পাড়া দাদাভাই সংঘের মুখ্য সংগঠক অঞ্জন পাল, অফিসার ইন চার্জ বরাহনগর থানা দেবাশীষ পাহাড়ি, সংবাদ দর্পণ-এর সম্পাদক সৌরভ দত্ত সহ বরাহনগর পুরসভার পৌরপ্রতিনিধিগন।

ছবি- গোপাল দত্ত।

More from BooksMore posts in Books »
More from GeneralMore posts in General »
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *