নিজস্ব প্রতিনিধি : বেলঘড়িয়া : ২৮ জুন ২০২২। অল ইন্ডিয়া ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেটিভ জার্ণালিস্টস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় আর.এন. টেগর হাসপাতালের সহযোগিতায় বেলঘড়িয়ায় আনন্দলোক আবাসনের কমিউনিটি হলে বিনামূল্যে ১৮ বছরের ঊর্দ্ধে ২৭৯ জনকে কোভিশিল্ড ভ্যাক্সিন দেওয়া হয় । অল ইন্ডিয়া ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেটিভ জার্ণালিস্টস্ অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ।
এদিন ভ্যাক্সিনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার ২১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ সাহা এবং অল ইন্ডিয়া ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেটিভ জার্ণালিস্টস্ অ্যাসোসিয়েশনের প্রধান এবং ক্রাইম ব্রাঞ্চের সম্পাদক বিপ্লব চৌধুরী।
Be First to Comment