সুব্রত ঘোষ–
মদির সন্ধ্যায়, হাতে মদিরার রঙিন গেলাস
উল্লাসের ঠুনকো টোকায় সুখের সুবাস ।
মজলিসে জমে ওঠে গুরুগম্ভীর আলপচারিতা,
শ্লীল, অশ্লীল, বিপ্লবের মিশ্রণে কপট সমঝোতা ।
ধীরে ধীরে মস্তিষ্কে জড়িয়ে যায় মাকড়সার
জাল,
দামী মোবাইলের ক্যানভাসে ইন্ডিয়া ডিজিট্যাল ।
জালের বুনটে থমকে যায় চিন্তাশক্তির
মায়াজাল,
ভারসাম্যহীন দেহের ৠজুতা বেহাল।
সজাগ প্যাঁচার জ্বলন্ত চোখ শুধু শিকার বোঝে,
অভুক্ত ভারত রাত জেগে ‘বিকাশের’ সংজ্ঞা খোঁজে।
Be First to Comment