Press "Enter" to skip to content

বাংলা ও বাঙালির জনপ্রিয় ব্র্যান্ড “খুকুমণি”র সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন….।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ৩০ নভেম্বর ২০২১। বিবাহিত নারীর জীবনে সিঁদুর ও আলতার বিরাট ভূমিকা আছে। স্বামীর দেওয়া এক চিলতে সিঁদুর নববধূর রূপ বদলে দেয়। আলতা পায়ে দিয়ে নারীরা দেবীর রূপ ধারণ করেন। যে কোন শুভ অনুষ্ঠানে সিঁদুর ও আলতা ছাড়া ভাবাই যায় না।

দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী মা সহ প্রায় বেশিরভাগ দেবীর পূজো তে সিঁদুর আলতার কোনো বিকল্প নেই। বিশ্বের নানা প্রান্তের বিবাহিত নারীগণ সিঁদুর ও আলতা ব্যবহার করেন। এই দেশের সিঁদুর ও আলতার জগতে সর্ব জনপ্রিয় নাম “খুকুমণি”। আজ খুকুমণি পঞ্চাশ বছর বয়সে পৌঁছে গেছে। সেই পঞ্চাশ বছর কে স্মরণীয় করে রাখতে গত ২৮ শে নভেম্বর কলকাতার এক নাম করা রিসর্ট এ খুকুমনি সিঁদুর ও আলতা তাঁদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করলো।

এই বিশেষ অনুষ্ঠানে কোম্পানির অভিজ্ঞ সদস্যদের সম্মানিত করা হয়েছে যাদের অবদান এই পঞ্চাশ বছরের পথ চলাতে অনস্বীকার্য। এই স্মরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান শ্রী প্রদীপ রায় চৌধুরী, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের ডিরেক্টর শ্রী রূপক সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শ্রী অরিত্র রায় চৌধুরী নতুন হার্বাল মহিলা প্রসাধনী সামগ্রী বাজারে আনার কথা প্রকাশ করেছেন এবং আশা করেছেন এই নতুন সামগ্রী কোম্পানিকে এক নতুন দিগন্তে পৌঁছাতে সাহায্য করবে।

কতৃপক্ষের আরও আশা ও বিশ্বাস একদিন খুকুমণি ব্র্যান্ড বিশ্বের মানচিত্রে প্রবেশ করবে।

More from CultureMore posts in Culture »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.