অশোক দে : কলকাতা, ৮ এপ্রিল, ২০২৩। নিউটাউন কলকাতার একটি সাংস্কৃতিক কেন্দ্র : আর্ট অ্যাটেলিয়ার। এরা শাস্ত্রীয়,উপশাস্ত্রীয় নাচ,গানের পাশাপাশি শরীর চর্চায় যোগ্য করে তুলতে যোগের প্রশিক্ষণেরও ব্যবস্থা রেখেছেন। ২০০০ বর্গফুটের উন্মুক্ত অঙ্গন সহ সুচারু স্টুডিওটি নিউ টাউনের (বিশ্ব বাংলা সরণি) প্রধান সড়কের ওপর অ্যাস্ট্রা টাওয়ারে অবস্থিত।
আর্ট অ্যাটেলিয়ার লন্ডন কলেজ অফ মিউজিকের সঙ্গে যুক্ত। এই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের শিক্ষার্থীদের কীবোর্ড, গিটার, বেহালা, ওয়েস্টার্ন ভোকাল ক্লাসের পরীক্ষার জন্য প্রস্তুত করে। অন্যদিকে কথক, ভরতনাট্যম, ওড়িশি, সৃজনশীল ও সমসাময়িক নৃত্যের প্রশিক্ষণের পাশাপাশি পরীক্ষা দেবারও সুন্দর ব্যবস্থা করেছে। প্রাচীন কলা কেন্দ্র, চণ্ডীগড় থেকে এর অনুমোদনও পাওয়া গেছে। সেইসঙ্গে পশ্চিমী নাচ, জুম্বা, যোগা, বলিউড ফিটনেস এবং বাংলা কবিতা বা ছড়া আবৃত্তি শেখারও উপযুক্ত ব্যবস্থা রয়েছে এখানে।
শিল্প, সংস্কৃতি এবং ফিটনেস প্রচারের পাশাপাশি আর্ট অ্যাটেলিয়ার সমাজের সার্বিক উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ সভা এবং আলোচনা পরিচালনা করতে বিভিন্ন সম্প্রদায়কে সহায়তা করে। আর্ট অ্যাটেলিয়ার সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজেও প্রতিনিয়ত ন্যস্ত আছে। যেমন জীবন সহায়ক বিপথগামী কুকুর তথা পশুদের প্রতি মরমী মন নিয়ে সহায়তা করা। সবসময় প্রতিষ্ঠানের লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি সব বয়সের শিক্ষার্থীদের জন্য সৃজনশীলতায় বিশ্ব উপভোগ করানোর সঙ্গে সঙ্গে ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি করে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সৃজনশীল মন, প্রতিভা এবং উদীয়মান শিল্পীদের অনুসন্ধান করা এবং তাদের বিকাশ ও প্রচারের উপর দৃষ্টি রাখা।
আর্ট অ্যাটেলিয়ায় থেকে জানা গেল এরা সমৃদ্ধকরণের গুরুত্ব বুঝতে পারেন বলেই কলকাতা এবং ভারতের অন্যান্য অংশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সফলভাবে অনেক গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করে চলেছে।
আর্ট অ্যাটেলিয়ার-এর পথ চলা শুরু হয়েছিল তিন বছর আগে। মাত্র পাঁচজন শিক্ষার্থী থেকে আজ এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে চারশ-র ওপরে। দু হাজার একুশ থেকে আর্ট অ্যাটে লিয়ার-এর সঙ্গে যুক্ত হয়েছেন পণ্ডিত বিরজু মহারাজের ছাত্র, পরিচিত কথক নৃত্যশিল্পী ও বলিউড কোরিওগ্রাফার দেবেশ মিরচন্দানি। বলিউড ও সোশ্যাল মিডিয়া ছুঁয়ে তার খ্যাতি এখন ভুবন জুড়ে। গত এক বছরেরও বেশি সময় ধরে তিনি দেশের নানা প্রান্ত থেকে আগত ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন অন-লাইন ও অফ-লাইনের মাধ্যমে। নিউটাউনেরএই আর্ট অ্যাটেলিয়ার-এ ৮ দিন ধরে মিরচন্দানি-র পরিচালনায় চলেছে এক্সক্লুসিভ ড্যান্স ওয়ার্কশপ। ৯ এপ্রিল ই জেড সি সি-র পূর্বশ্রী অডিটোরিয়ামে আয়োজন হয়েছে বর্ণময় এক উপ শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠানের। এসবই জানা গেল আয়োজক সংস্থার কর্ণধার সন্দীপ সরকার এবং মল্লিকা সরকারের কাছ থেকে।
বলিউড খ্যাত কথক নৃত্যশিল্পী দেবেশ মিরচন্দানি আসছেন পূর্বশ্রী অডিটোরিয়ামে….।

More from CultureMore posts in Culture »
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
- বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন…।
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- বারাণসীতে স্বামী শিবানন্দ বাবা ১২৯ বয়সে চিরতরে চলে গেলেন…।
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- দীঘা জগন্নাথধাম মন্দির উদ্বোধনে উপস্থিত হিন্দুমহাসভা, রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য বাংলায় স্থাপিত হলো সনাতনের ভিত্তিপ্রস্তর….।
More from EntertainmentMore posts in Entertainment »
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- কনসেপ্টচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন -২ ও বাংলার সেরা বাঙালীদের সম্মান প্রদানে’ সেরা বাঙালিয়ানা সম্মান’….।
- “ঋতু-পয়েন্টার”— ঋতুপর্ণ ঘোষের সম্মানে একটি শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা….।
- A.R. Rahman’s “The Wonderment Tour”….
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
More from InternationalMore posts in International »
- কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের বড় জয়….।
- বন্ধন লাইফের ইউলিপ প্লাস-এ পেয়ে যাবেন প্রায় ৫০ গুণ পর্যন্ত লাইফ কভার এবং বাজার-সংযুক্ত সম্পদ বৃদ্ধির সুযোগ….।
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- এইচসিএম নেতৃত্ব টিম টাটা হিটাচির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলো….।
- বারাণসীতে স্বামী শিবানন্দ বাবা ১২৯ বয়সে চিরতরে চলে গেলেন…।
More from MusicMore posts in Music »
- A.R. Rahman’s “The Wonderment Tour”….
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
- ইমন চক্রবর্ত্তীর একক অনুষ্ঠান বোরোলিন তোমাকে দেখব বলে…।
- শ্রদ্ধাঞ্জলি- এই জাকির, এ হলো রাজিকা…পরিমলদা র ছাত্রী..খুব ভালো নাচে।”শুনে উনি পরিষ্কার বাংলায় বললেন, “ভারী মিষ্টি মেয়ে…তাহলে তো তোমার সঙ্গে বাজাতে হয়।”….।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- দশরূপে দশভূজার ট্রেইলার প্রকাশ….।
Be First to Comment