নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২০ অক্টোবর, ২০২৫। গোটা বছর অপেক্ষার পর মা আসেন এই মর্তলোকে। আপামোর বাঙালির জীবন সেজে ওঠে রঙিন আলোয়। তেমনি বিভিন্ন উপকরণে সেজে ওঠে পূজা প্যান্ডেল গুলি। সৌন্দর্য, নৈপুণ্য, দক্ষতা আর ভালোবাসা রুপ পায় প্যান্ডেলে প্যান্ডেলে। আর তাদেরকেই উৎসাহ দিতে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা প্রদানের প্রচলন হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে। মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জার পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক কর্মকাণ্ডের উপরেও বিশেষ পুরস্কার এর ব্যবস্থা করেছে এস এস নিউজ ওয়ান। তাদেরকে সহযোগিতা করছে ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি, দৈনিক দুরন্ত বাংলা ও বাংলার খবরাখবর। কলকাতা ও তার লাগোয়া শহরতলী বরানগর, আড়িয়াদহ, দক্ষিণেশ্বরের বিভিন্ন পূজা মন্ডপগুলিতে পরিক্রমা “বঙ্গদিশারী দীপশক্তি সম্মান- ২০২৫”। বিচারক মন্ডলী এবং অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত আছেন সুবক্তা স্বামী সারদাত্মানন্দ মহারাজ, কলকাতা দূরদর্শন রেডিও ও মঞ্চ বাচিকশিল্পী প্রসেনজিৎ রাহা, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ফেসবুক-ইনস্টাগ্রাম খ্যাত কৌতুক শিল্পী শ্রী উৎপল ঘোষ,বিধানসভার চিত্র-সাংবাদিক শ্রী সুবল সাহা,ফটোগ্রাফার বিউটি সাহা, ভিডিওগ্রাফার শ্রীযুক্ত প্রসূন ভট্টাচার্য,মন্টু বেরা ও অন্যান্য সদস্যবৃন্দ। অত্যন্ত আন্তরিকতা এবং উৎসাহের সঙ্গে পূজা কমিটি গুলি এই সম্মান গ্রহণ করেছে, এবং বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করেছে। বিগত সাত বছরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপদেষ্টা মন্ডলী সদস্য দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের জেনারেল সেক্রেটারি কাম ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই। চ্যানেলের সম্পাদক সুবল সাহা অংশগ্রহণকারী পূজা কমিটি গুলিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জানান ক্ষুদ্র সামর্থের মধ্যে দিয়ে কমিটিগুলির আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসায় আগামী বছরের নতুন পরিকল্পনার সূচনা হয়। সকলের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে আগামী বছর গুলিতে পরিক্রমা আরো সুন্দরভাবে হবে বলে আশা রাখছেন তিনি। উল্লেখযোগ্য পূজা কমিটিগুলির মধ্যে ছিল শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি বরানগর, আলমবাজার মহাভারত বালক সংঘ, কালাকারপাড়া সেবক সংঘ, দক্ষিণেশ্বর নব মিলন সংঘ, বনহুগলি যুবক সংঘ, আলমবাজার নবজ্যোতি সংঘ, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ সহ অন্যান্য পুজো কমিটি।
বঙ্গদিশারী দীপশক্তি সম্মান ২০২৫…।

More from GeneralMore posts in General »
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।
- Decarbonizing Steel: Pathways to a Low-Carbon Future….
- তথ্য বিকৃতির বিদেশি হস্তক্ষেপের বিষয় আলোচনা সভা…।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্যাটলফিল্ড বিহার’….।
- The Institute of Chartered Accountants of India (ICAI) hosts MSME Connect: ‘Stakeholders Strategic Meet 2025 and launches the ‘MSME Clinic Initiative’…..
- TV9 বাংলার নিউজ সিরিজে ‘বাংলায় SIR’….।






Be First to Comment