গোপাল দেবনাথ: কলকাতা, ১৮ জুন, ২০২০।একদিকে অতিমারীর প্রকোপ, অন্য দিকে আমফানের চরম আঘাতে যখন আমার আপনার বাংলা বিধ্বস্ত তখন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। যেমন ভাবা তেমন কাজ।
ইচ্ছে থাকলে উপায় হয়।
মানুষের পাশে থেকে কাজ করার জন্য অনুশ্রী মালহোত্রা এবং অর্পিতা চক্রবর্তী র হাত ধরে জন্ম নেয় স্বেচ্ছাসেবী সংস্থা “RAHEE TVTS”.
তাদের এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের পরিবার, পরিজন, আত্মীয়, অনাত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা।
গত ২০ মে সুন্দরবনের গ্ৰামগুলির উপরে যে ভয়াবহ আমফান ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, তার ক্ষয়ক্ষতির পরিমান আমাদের সকলের জানা আছে।
সেই ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে একটি গ্ৰাম হলো ‘উত্তর রাঙাবেলিয়া’।
গত ১৩জুন ‘RAHEE TVTS’ সেই গ্ৰামের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তাদের অবস্থার কথা শুনে, তাদের হাতে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছে।
ওই অঞ্চলের মানুষের চাষাবাদ এবং মৎস্য চাষ এই দুই প্রধান জীবিকাই নোনা জলের প্রাদুর্ভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত। RAHEE TVTS সমাজসেবী সংস্থা সংকল্প নিয়েছে আগামী কয়েক বছর তাদের পাশে থেকে,
অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে স্থানীয় মহিলাদের নিয়ে আঞ্চলিক ক্ষুদ্র শিল্প গড়ে তাদের হাত শক্ত করে তুলতে বদ্ধপরিকর বলে জানা গেছে।
Be First to Comment