গোপাল দেবনাথ : কলকাতা, ২৫ ডিসেম্বর ২০২১। প্রেস ক্লাব কলকাতা’র উদ্যোগে শুরু হয়েছে গ্রাম কৃষ্টি উৎসব এবং বর্ষ শেষে প্রেস ক্লাব প্রাঙ্গনে গ্রামীন হাট শুরু হয়েছে গত ২৪ ডিসেম্বর থেকে শেষ হবে আগামী ২৯ ডিসেম্বর। সময় বেলা ২ টো থেকে রাত ৯ টা পর্যন্ত।
রাজ্যের নানা জেলার হস্তশিল্পের কারিগর হাজির হয়েছেন তাদের শিল্পকর্ম নিয়ে। এই মেলার সাথে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত ও নৃত্যের সাথে থাকছে আরও অনেক কিছু।
এই মেলায় প্রায় ২৫ টির মতো স্টল আছে। পাওয়া যাচ্ছে কাঠের পুতুল, একতারা, বাঁশি, পুরুলিয়ার ছৌ এর মুখোশ শিল্পী বিশ্বখ্যাত নেপাল চন্দ্র সূত্রধর এর তৈরি অসাধারণ সব মুখোশ দেখলে মন জুড়িয়ে যাবে।
এ ছাড়াও আছে পিংলার পটচিত্র, বর্ধমান জেলার কাঠের পেঁচা, টেবিল, চেয়ার, মহিলাদের পছন্দের ব্রোঞ্জের তৈরি গহনা, বাঁকুড়ার ডোকরা কাজের হস্ত শিল্প, মেদিনীপুরের সুক্ষ্ম কাজের মাদুর, ব্যাগ, জয়নগরের মোয়া, খেজুরগুড়, বাঁকুড়া জেলার বড়জোড়া র সুকুমার মোদকের জিভে জল আনা মিষ্টি।
ক্রেতারা পাবেন ঘানিতে ভাঙানো সর্ষের তেল, অর্গানিক ডাল, সুজি, মশলা, জামা, কাপড় সহ বেহালা সুরদাস দৃষ্টিহীন ডেভলপমেন্ট সোসাইটির তৈরি ধুপকাঠি। এক কথায় জম জমাট ধামাকাদার ব্যবস্থা।
গত বছর অর্থাৎ ২০২০ সালে করোনা অতিমারীর কারণে এই ধরণের গ্রামীন হাট সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভবপর হয়নি জানালেন প্রেস ক্লাব কতৃপক্ষ।
ছয়দিনব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সহায়তায় তথ্য ও সংস্কৃতি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার।
Be First to Comment