নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৮ জুলাই, ২০২৫।ক্রীড়া সাংবাদিক তপন দাম সোমবার চিরতরে চলে গেলেন। তিনি ৪৫ বছরেরও বেশি সময় ধরে যুক্ত ছিলেন ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে। সত্তরের শেষ থেকে আশির দশকে বিভিন্ন খেলার ম্যাগাজিনে লেখালেখি করেছেন। তেমনই দীর্ঘদিন কাজ করেছেন সত্যযুগ, যুগান্তর ও সংবাদ প্রতিদিনের মত দৈনিক কাগজেও।
খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন খেলার কর্তাদের সঙ্গে তপন দামের নিবিড় যোগাযোগ ছিল। ছোট ছোট খেলার খবর করতে ময়দানে ছুটে যেতেন। হাস্যময় তপন দাম সব সময়েই চেষ্টা করতেন অপরকে সাহায্য করার। সব বয়সের কাছেই তিনি ছিলেন বন্ধুর মত।
ক্যালকাটা স্পোর্স্টস জার্নালিস্টস ক্লাবের সচিব হিসেবে যেমন গুরুদায়িত্ব সামলেছেন। ছিলেন সহ সভাপতি।
তপন দামের প্রয়াণে শোকের ছায়া নেমে আসে।






Be First to Comment