শ্রীজিৎ চট্টরাজ : কলকাতা, ৫ এপ্রিল ২০২২। একটা সময় ছিল ডিম আগে না মুরগি আগে এই নিয়ে ছিল বিতর্ক। বিজ্ঞান জানালো, মুরগি আগে। তেমনই বিতর্ক আছে, ফ্যাশন আগে না স্টাইল আগে? তবে যুক্তির নিরিখে এই বিতর্কেরও উত্তর আছে। ব্যক্তি বিশেষের কোনও পছন্দের পোশাক বা অঙ্গসজ্জায় যখন বেশ কিছু মানুষ আকৃষ্ট হন, তখন তা ব্যক্তি বিশেষের স্টাইল থেকে ফ্যাশন হয়ে ওঠে।
১৮৫৮ থেকে চার্লস ফ্রেডরিক ফ্যাশনকে পেশাগত ভাবে প্রতিষ্ঠা দিলেও ১৬শতাব্দীতে ফ্যাশন মন্ত্রী হিসেবে স্বীকৃত হন রোজ বার্টিন ফ্রান্সের রাণী মেরী অ্যান্টিয়েটের পোশাকশিল্পী হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাশনশিল্পীদের সংখ্যা বেড়েছে বিশ্বজুড়ে। ব্যুটিক ফ্যাশনের কদর বেড়েছে। মানুষের মনস্তত্ত্ব নিজেকে শুধু সুন্দর দেখানো নয়, সবার সেরা হয়ে ওঠা। তাই এমন পোশাকের ডিজাইন চাই যেন সেটি হয় একমাত্র। ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে নাকি ফ্যাশনের খুবই প্রয়োজন। কোলকাতায় এমনই এক উদীয়মান ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখার্জি।
কলকাতা প্রেস ক্লাবে গত ৪ মার্চ সোমবার বিকেলে প্রকাশ করলেন তাঁর ফ্যাশন সংস্থা তসম এর প্রচারের জন্য একটি থিম সংয়ের ভিডিও। থিম সংটির নির্মাতা অভিজিৎ পাল। শিল্পী রূপঙ্কর। ভিডিওতে মডেল হিসেবে ছিলেন অজন্তা, প্রতীক, পুনম, ঋষিতা ও প্রীতম মুখার্জি স্বয়ং। অনুষ্ঠানে বিশিষ্টজনেদের মধ্যে মঞ্চে ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী ও তাঁর গীতিকার কন্যা সুচেতনা অধিকারী। পাপিয়া জানান, প্রীতম আমার ঘরের ছেলে। আমি চাই, শুধু পোশাকে নয়, চারিদিকে হিংসা ও যুদ্ধের বিষন্ন পরিবেশ।
এর থেকে মুক্তি পেতে শহরের দেয়ালগুলির কিছু যেন ও গ্র্যাফিতি দিয়ে ভরিয়ে দেয়। নান্দনিক শিল্প মানুষের মনের মানবিকতাকে প্রসারিত করে। অন্যান্য বিশিষ্টদের মধ্যে যাঁরা ফ্যাশন সংস্থা তসম এর কর্ণধার প্রমিত মুখার্জিকে শুভেচ্ছা জানান, তাঁরা ছিলেন-আই সি সি আরের প্রাক্তন কর্তা গৌতম দে, উদ্যোগপতি যশমিত সিং অরোরা,পণ্ডিত প্রদ্যোৎ মুখার্জি, প্রণব চন্দ্র ও গুরুপ্রসাদ ব্যানার্জি।
Be First to Comment