পর্ব -০৩৬
ডঃ পি সি সরকার (জুনিয়র) বিশ্বখ্যাত জাদুশিল্পী ও বিশিষ্ট লেখক। ২৬, জানুয়ারি, ২০২১। “..অপমানি হতে হবে, তাহাদের সবারি সমান” এখনকার মহাজাতি সদনের চেয়ে ত্রিপুরার আগরতলার স্টেজ বা আসামের গুয়াহাটির রঙ্গমঞ্চ অনেক বড় এবং আধুনিক।

বুকিং করতে কোনোও রাজনৈতিক দলের কৃপাধন্য হতে হয়না। ওখানকার জনগণ খুব আনন্দে আমাদের শো, দিনের পর দিন সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে হাজার টাকার টিকিট দিয়েও দেখেন।

স্টেজ হয়েছে শিল্পীদের চাহিদা মতো তৈরি। রাজনৈতিক কারুর শখ, আহ্লাদ, খাম-খেয়াল, দৌরাত্ম অনুযায়ী নয়। বিশ্বজয়ী ইন্দ্রজাল দেখতে চাইলে আপনার পরবর্তী প্রজন্মকে, একটু কষ্ট করে, ওখানে নিয়ে যেতে হবে।

লেখা-পড়াতেও তাই। নীচে গত বছরের আগরতলার ছবি দেওয়া রইলো।
Be First to Comment