সায়ন দেবনাথ: কলকাতা, ১৮ জুন ২০২৩। আজ রবিবার ১৮ জুন উওর কলকাতার ডঃ সুরেশ সরকার রোডের একটি বসত বাড়িতে দুই বাংলার মিলনমেলা অনুষ্ঠিত হলো। একটি সংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। এদিনে দুই বাংলার সবুজ প্রেমীদের মিলন মেলা ভারতবর্ষে মুক্তধারা ও বাংলাদেশের অপরাজিতা সংগঠনের তরফ থেকে গুণীজনদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় । বাংলাদেশ থেকে আসা সবুজ প্রেমী অপরাজিতা সংগঠনের তরফ থেকে আসা অতিথিরা জারিন তাসনীম –প্রতিষ্টাতা চট্টগ্রাম,কলি নাহার–সহ প্রতিষ্ঠাতা চট্টগ্রাম,শফিকুল শুভ –মডারেটর ঢাকা বিক্রমপুর, তাইফুল রহমান –উপদেষ্টা ঢাকা বাংলাদেশ, মামুনুর রশিদ–উপদেষ্টা চট্টগ্রাম বাংলাদেশ, সুরমা আক্তার-সদস্য চট্টগ্ৰাম। ভারতবর্ষ থেকে কলকাতার মুক্তধারা প্রতিনিধিরা হলেন তপতী সরকার –প্রতিষ্ঠাতা বিরাটি কলকাতা, রিতা ঘোষ– এডমিন ব্যারাকপুর, সুমিতা মন্ডল– এডমিন পলতা, সুমন জানা– সদস্য মেদনীপুর, অরূপ দাস– সদস্য সোদপুর , নিশিত মন্ডল –সদস্য দক্ষিণেশ্বর আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পক্ষের পক্ষ থেকে।
বাংলাদেশ থেকে আসা প্রতিনিধিদের একটা স্লোগান ছিল “সবুজে সুখ সবুজেই হাসি সবুজেই সাজুক বিশ্ববাসী ” ভারতীয়দের স্লোগান “একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান দেশ বাঁচান, সবুজ হীন পৃথিবী মৃত ” ৷ অনুষ্ঠানে সকলের হাতে একটি করে চারা গাছ উপহার দেওয়া হয় দুই বাংলার তরফ থেকে। আগামী দিনে আরো নানান ধরনের গাছ দেবে বলে আশা প্রকাশ করেছেন দুই সংস্থার স্বেচ্ছাসেবীকারা। ছবি সুবল সাহা ৷
Be First to Comment