নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৩ সেপ্টম্বর, ২০২২।আগমনীর ডাক এবার বাংলা ছাড়িয়ে বিশ্বের আঙিনায়। করোনা মহামারীতে প্রিয়জন কে হারানোর দুঃখ ভুলিয়ে দিতে মা আসছেন। আকাশের বুকে দুলতে থাকা কাশের গোছায়, ভোরবেলার শিউলির গন্ধে তাঁর আগমন বার্তা। তাঁকে বরণ করার প্রস্তুতি এবার সারা বিশ্ব জুড়ে। বাংলা মায়ের ছেলেমেয়েদের প্রাণেও লেগেছে দোলা। বেজে উঠেছে শারদীয়ার মন কেমন করা বাঁশি আর বিপত্তারিণীর ঢাক।
উতলা হয়ে উঠেছে সবার মন। দু’বছর মাকে ভাল করে কাছে না পাওয়া এইবার ভুলবে সবাই। উৎসবের সাজো সাজো রব উঠেছে বাংলার ঘরে ঘরে। হাওয়ায় ভেসে এসেছে বন্ধুত্বের ডাক। আর বুকের মাঝে উঠেছে বন্ধুকে চিনে নেওয়ার আর্তি। হাতছানি বেড়িয়ে পড়ার।
অন্ধকারের বৃন্ত ছিঁড়ে ছন্দে ফিরতে বদ্ধপরিকর সবাই। আর সেই সংকল্পে সামিল টিভি ৯ বাংলা পরিবার। টিভি ৯ বাংলার কতৃপক্ষ জানালেন, আমরা গাইছি উৎসবের গান। আর সেই গানে আমরা দোলা দিতে চাই আপনাদের প্রাণে। আমাদের এই মহতী কাজের সাথে যুক্ত হয়েছেন শব্দের জাদু রাহুল পুরকায়স্থ আর দেবজ্যোতি মিশ্রের সুরের মূর্ছনায় পুজোর গানে এবার উৎসবের আবাহন দেখা যাবে টিভি ৯ বাংলায়।
প্রিয় দর্শকদের জন্য পুজোর গান ২০২২ টিভি ৯ বাংলায়।
Link: https://youtu.be/ZsmMtPyWvho
Be First to Comment