Press "Enter" to skip to content

পি.সি. চন্দ্র জুয়েলার্স উন্মোচন করল ‘স্বর্ণরাগা’ — এক অবিরাম রাগার অনুপ্রেরণায় গড়া শিল্পকলা….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৫ই সেপ্টেম্বর, ২০২৫: ৮৫ বছরেরও বেশি ঐতিহ্য ও সারা দেশে ৭০ টিরও বেশি শোরুমের এক বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে ভারতের অন্যতম বিশ্বস্ত গহনার ব্র্যান্ড পি.সি. চন্দ্র জুয়েলার্স আজ গর্বের সঙ্গে উন্মোচন করল তাদের নতুন সংগ্রহ –“স্বর্ণরাগা”।

স্বর্ণরাগা সংগ্রহটি জীবনের সুর ও উৎসবের রঙ থেকে অনুপ্রাণিত। এটি এক সোনালি শ্রদ্ধার্ঘ্য আনন্দ, সৃষ্টিশীলতা ও মিলন উৎসবের প্রতি। প্রতিটি অলঙ্কার মীনাকারি শিল্পের চিরকালীন শৈলীতে নিখুঁতভাবে নির্মিত, যেখানে ঐতিহ্য ও আধুনিকতা একত্রিত হয়ে এক অনন্য রূপ ধারণ করেছে।

স্বর্ণরাগা শুধু একটি গহনার সংগ্রহ নয়, এটি গল্প বলে—সেইসব মুহূর্তের গল্প যা আনন্দে ঝলমল করে, সেইসব সুরের গল্প যা জীবনের জাদু প্রকাশ করে, আর সেইসব রঙের গল্প যা একতার আবেগ কে জীবন্ত করে তোলে। প্রতিটি অলঙ্কার এক একটি উৎসবের স্মৃতি, যা জীবনের সৌন্দর্য কে চিরস্থায়ী করে তোলে।

সংগ্রহটির উন্মোচন উপলক্ষে পি.সি. চন্দ্র জুয়েলার্স-এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী উদয় কুমার চন্দ্র বলেন, “পি.সি. চন্দ্র জুয়েলার্স-এ প্রতিটি সংগ্রহ আমাদের ঐতিহ্য ও কারিগরি প্রতিফলন। স্বর্ণরাগা-এর মাধ্যমে আমরা শুধুমাত্র গহনা নয়, উৎসব, সঙ্গীত ও রঙের যে গভীর আবেগ আমাদের জীবনে আনন্দ বয়ে আনে, সেটিকেই উদযাপন করছি। আমাদের এই যাত্রা—ভরসা, উৎকর্ষ ও নতুনত্বের—অংশ হিসেবে আমরা এই সংগ্রহটি আমাদের প্রিয় ক্রেতাদের জন্য নিয়ে এসেছি।”

এই নতুন স্বর্ণরাগা সংগ্রহটি ৫ই সেপ্টেম্বর ২০২৫ থেকে ভারতের সমস্ত পি.সি. চন্দ্র জুয়েলার্স শোরুমে পাওয়া যাবে।
পি. সি. চন্দ্র জুয়েলার্স সম্পর্কে কয়েকটি কথা –

১৯৩৯ সালে প্রতিষ্ঠিত, পি.সি. চন্দ্র জুয়েলার্স আজ ভারতের অন্যতম শ্রদ্ধেয় এবং জনপ্রিয় গয়নার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত। বিশ্বাস, স্বচ্ছতা এবং দক্ষ কারিগর এর উপর ভিত্তি করে, ব্র্যান্ডটি আট দশকেরও বেশি সময় ধরে পরম্পরা এবং আভিজাত্যের সংজ্ঞাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে আসছে। বর্তমানে সারা দেশে ৭০ টিরও বেশি শোরুম সহ, পি.সি. চন্দ্র জুয়েলার্স প্রতিটি প্রজন্মের আবেগ ও রুচির সঙ্গে মানানসই গয়না নির্মাণ করে চলেছে।

www.pcchandraindia.com

More from BusinessMore posts in Business »
More from InternationalMore posts in International »
More from JewlleryMore posts in Jewllery »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.