গোপাল দেবনাথ : কলকাতা, ২৯ এপ্রিল ২০২২। আর মাত্র কয়েকদিন পরেই মুসলিম ধর্মাম্বলীরা খুশির ঈদ পালন করবেন। একমাস ধরে চলা সারাদিনব্যাপী উপবাসের সমাপ্তি হবে। এই খুশির ঈদের কথা ভেবে প্রত্যেক বছরের মত এই বছরেও গত ২৮ এপ্রিল বৃহস্পতিবার পার্ক সার্কাসে ফিটনেস ফিজিওথেরাপি সেন্টারের ডিরেক্টর কাজী জুয়েফ ইসলামের উদ্যোগে এক ইফতার পার্টির আয়োজন হয়েছিল।
এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন কোভিড জয়ী বহু চিকিৎসক। যে সকল চিকিৎসক এর বিশেষ ভাবে উল্লেখ করতে হয় তারা হলেন, ডাঃ ইকবাল, ডাঃ সারিক, ডাঃ হায়দার, ডাঃ আসিফ নিজাম, ডাঃ আনোয়ার জামাল, উপস্থিত ছিলেন উর্দু একাডেমির ভাইস প্রেসিডেন্ট, ইসলামিয়া হসপিটালের ওয়ার্কিং ভাইস প্রেসিডেন্ট, মাইনরিটি সেল এর প্রেসিডেন্ট, সেক্রেটারি, একতা ফাউন্ডেশন ও বিশিষ্ট প্লেয়ার নাসিম আখতার, বিজয় দাস, অভিনেতা সুমন ব্যানার্জী এছাড়াও ছিলেন এই শহরের পেশাদার সাংবাদিক।
পার্ক সার্কাসে ফিটনেস ফিজিওথেরাপি সেন্টারের ডিরেক্টর কাজী জুয়েফ ইসলামের উদ্যোগে এক ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল।
এই ইফতার পার্টির মাধ্যমে ফিটনেস ফিজিওথেরাপি সেন্টার এর ডিরেক্টর কাজী জুয়েফ ইসলাম বলেন সামনেই ঈদ আসছে সবাই সুস্থ থাকুক, হাসি,খুশি এবং ভালো থাকুক এটাই আল্লাহর কাছে দোয়া করি।
Be First to Comment