গোপাল দেবনাথ : কলকাতা, ১৬ জুন, ২০২৫। অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শাহেনশা ই হিন্দুস্থান গত ১৫ জুন রবিবার আয়োজিত হল জ’পুরের মুক্তমন মুক্ত মঞ্চে। সহায়তায় ইন্ডিয়ান আয়রন লিফটিং ফেডারেশন। এদিনের প্রতিযোগিতায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ বিহার ওড়িশা, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের প্রতিযোগীরা এই প্রতিযোতায় অংশগ্রহণ করেন। সারাদিনব্যাপি এই প্রতিযোগিতায় ১০০ জনের বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এদিন বিচারকদের চুলচেরা বিচারে আয়রন লিফটিং এ স্ট্রংম্যান এবং চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস এর খেতাব জিতে নেয় সৌরভ দাস। বডিবিল্ডিং এ সব বিভাগ মিলিয়ে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস হয় সৌমেন মুখার্জী। টিম চ্যাম্পিয়ন হয় ওয়েলকাম ইন্ডিয়ান জিম। যোগা টিম চ্যাম্পিয়ন হয় অতসি যোগা ওয়ার্ল্ড। শাহেনশা ই হিন্দুস্থান এ সব বিভাগ মিলিয়ে মিঃ ইন্ডিয়ার খেতাব জিতে নেয় সুকল্যান কুন্ডু।
এদিন আয়রন লিফটিং, যোগা, ডান্স, আর্ম ফাইটিং , বডি বিল্ডিং প্রতিযোগীতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক বডি বিল্ডার অশোকরাজ,পার্থ চন্দ, সুকুমার দাস, গৌরাঙ্গ চক্রবর্তী এবং পৃথা চন্দ।
উপস্থিত সাংবাদিকদের অনুষ্ঠান মঞ্চে উত্তরীয় ও ট্রফি দিয়ে সম্মানিত করেন আয়োজক সংস্থা। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক এবং সংস্থার অন্যতম কর্মকর্তা সাংবাদিক গোপাল দেবনাথ উপস্থিত ছিলেন উজ্জ্বল দাস এবং লাবনী বল। যোগা তে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস এর খেতাব জিতে নেয় প্রিয়া সাধুখান।
ক্ল্যাসিক ড্যান্সার এর খেতাব জিতে নেয় বর্ষা বাগ এবং অরুন্ধতী ব্যানার্জী। বিজয়ী প্রতিযোগীদের হাতে ট্রফি সার্টিফিকেট ও মেডেল দিয়ে সম্মানিত এবং সংবর্ধিত করা হয় সংস্থার পক্ষ থেকে। অফিসিয়াল হিসেবে উপস্থিত ছিলেন মহেশ্বরী, আমিশারাজ, অমর, অঙ্কিত, রাজ এবং আয়েশা।
অনুষ্ঠানের শেষ লগ্নে অশোকরাজ এক ব্যায়াম মন্দির এর কর্ণধার এবং ইন্ডিয়ান আয়রন লিফটিং ফেডারেশনের প্রতিষ্ঠাতা, ব্যায়ামবীর এবং বলিউড ও টলিউডের বিশিষ্ট অভিনেতা অশোকরাজ উপস্থিত সাংবাদিকদের বলেন আমাদের সংস্থায় বিজয়ীদের যেমন সংবর্ধিত করি সেইসাথে এই স্পোর্টস কে যে সকল ব্যক্তি সহায়তা করেন এবং উৎসাহ প্রদান করেন তাদের আমরা ট্রফি দিয়ে ব্যায়ামবীর সম্মানে সম্মানিত করি।
পাঁচ রাজ্যের প্রতিযোগী শাহেনশা ই হিন্দুস্থানে….।

More from InternationalMore posts in International »
- গঙ্গাসাগর দ্বীপে শিক্ষকের মানবিক দৃষ্টান্ত, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে পৌঁছালো শিক্ষার আলো….।
- জোড়াসাঁকোর নোপানি হাইস্কুলে সরস্বতী পুজো, প্রাক্তনী ও পড়ুয়াদের মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান…।
- উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজের মাঠে শুরু হল তিন দিনের আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতা এবং ফুটবল ও খো খো চ্যাম্পিয়নশিপ….
- TV9 বাংলার নুতন নিউজ সিরিজ ‘আইপ্যাক-এ ধুন্ধুমার!’…।
- প্রেস ক্লাব কলকাতায় দেব সাহিত্য কুটীর এর ৩৭ টি গ্রন্থ প্রকাশিত হল….।
- ভাপা পিঠে ধোঁয়া উঠে, গন্ধ লাগে নাকে ছুটে….।
More from SportMore posts in Sport »
- Madurdaha School Celebrates Holistic Education with Sports and Culture at SATTA ULLAS 26….
- উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজের মাঠে শুরু হল তিন দিনের আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতা এবং ফুটবল ও খো খো চ্যাম্পিয়নশিপ….
- ডিকেএস পরিচালিত আইটিএস জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ….।
- YSCE Kolkata Pavillion Club Secures Dominant Victory in CAB Ambar Roy Under-15 Tournament….
- কলকাতা ময়দানে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মিলনোৎসব…।
- ত্রিবান্দ্রমে বিহারকে ১০ উইকেটে হারল বাংলা….।











Be First to Comment