গোপাল দেবনাথ: ২৯ মে, ২০২০। আসানসোল ব্রাদারহুড এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর যৌথ উদ্যোগে এন এইচ -২ বাইপাস রোডের ৬ নম্বর লেনে আজ কিছু পরিযায়ী শ্রমিক তাদের পরিবার আর বাচ্চাদের নিয়ে বাসে করে বাড়ি যাচ্ছিল বিহার, ওই সব পরিযায়ী শ্রমিকরা এসেছে দেশের বিভিন্ন প্রদেশ থেকে।
কেউ এসেছে দিল্লী, মুম্বাই ও অন্ধ্রপ্রদেশ থেকে। করোনার কারণে লক ডাউনের জন্য দীর্ঘদিন কাজকর্ম নেই, হাতে নগদ অর্থের যোগানও নেই।
এই সব দুঃস্থ মানুষের সাথে প্রয়োজনীয় পানীয় জল খাবার দাবার ও প্রায় শেষ বললেই চলে।
এ আই এইচ আর এর চেয়ারম্যান বুম্বা মুখার্জী জানালেন আমরা এই পরিযায়ী শ্রমিকদের হাতে জল ও কিছু শুকনো খাবার, ফল, গ্লুকোজ তুলে দিলাম এদের হাতে সামাজিক দূরত্ব বজায় রেখেই।
ওই সমস্ত শ্রমিকরা কখন নিজের বাড়িতে পৌঁছবে ওরা নিজেরাও তা জানে না। কাজকর্ম খুইয়ে সহায় সম্বলহীন অবস্থায় পরিবার পরিজন নিয়ে বসে আছে ওরা।
এই মহতী কর্মকান্ডে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে উৎসাহ দান করেন।
Be First to Comment