আ জ বি শ্ব প রি বা র দি ব স
বাবলু ভট্টাচার্য : পরিবার। ছোট্ট একটি শব্দ। কিন্তু এর অর্থ আকাশ সমান। যার কোন সীমানা নেই। নেই অন্যকোন সমমানের আশ্রয়। পরিবার থেকেই মানুষ পায় বেঁচে থাকার প্রথম দীক্ষা। আর মানবিকতার ছোঁয়া। তাই পরিবার মানেই একটি সংস্থা— যা মানুষকে দেয় মানুষ হবার শিক্ষা।
আজ ১৫ মে বিশ্ব পরিবার দিবস। দিবসটি উদযাপন হচ্ছে নানা আয়োজনে। বর্তমান সময়ের পারিবারিক অবস্থার চিত্রলিপি নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা।
সমাজ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা বিজ্ঞানী এমিল ডুরমিখ পরিবার সম্পর্কে বলতে গিয়ে বলেছেন— পরিবার হচ্ছে একটি মানবিক সংগঠন, যেখানে মানুষ তার প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে। সমাজ বিজ্ঞানী সামনার ও কেলারের মতে— ‘পরিবার হল ক্ষুদ্র সামাজিক সংগঠন— যা কমপক্ষে দুই পুরুষকাল পর্যন্ত স্থায়ী হতে পারে’-এ সংজ্ঞার প্রেক্ষিতে বোঝা যায়, বিবাহ প্রথার আগেও সমাজে পরিবারের সৃষ্টি হয়েছিল— কারণ এ সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে থেকেই মানুষ দলবদ্ধ জীবনযাত্রা করত যা পারিবারিক জীবন- যাপনের স্বাক্ষরবহ।
একজন পুরুষ আর একজন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে প্রথমত শুরু হয় পরিবারের সূচনা। সন্তান-সন্তুতি জন্ম নেওয়ার পর এই ছোট্ট পরিবারটি একসময় বাবা-মা, ভাই বোন, কাকা- কাকি মিলে যৌথ পরিবারে রূপ লাভ করে। পরিবার আত্মীক সম্পর্কের সূতিকাগার। পরিবারের সদস্যদের মধ্যে গড়ে ওঠে স্নেহ মমতা, ভালোবাসা সৌহার্দ এবং পারস্পারিক সম্পর্কের বন্ধন। সুপ্রাচীন কাল থেকে যে যৌথ পরিবারে চিত্র সারাবাংলা জুড়ে ছিল এখন তা অনেকটাই ম্লান।
১৭৫০ থেকে ১৮৫০ সাল পর্যন্ত ইংল্যান্ড এবং আমেরিকায় শিল্প বিপ্লব ঘটতে থাকে। শিল্প প্রসারের কারণে পশ্চিমা দেশগুলোর যুব সমাজ অর্থ উপার্জনে ঝুঁকে পড়েন। এতে পরিবারের প্রতি তাদের আগ্রহ কমে যায়। অনেকেই বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার থেকে। কাজ এবং অর্থের প্রয়োজনে যে যেখানে পারছে ছোট ছোট পরিবার গড়ে তুলেছে। এভাবেই ভেঙে গেছে অনেক যৌথ পরিবার।
জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৮৪ সালে পারিবারিক সংকটগুলো নিরসনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি পাঁচসালা পরিকল্পনা গ্রহণ করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানায়। সাধারণ পরিষদ ১৯৮৯ সালে এক প্রস্তাবে ১৯৯৩ সালকে বিশ্ব পরিবার বর্ষ হিসেবে অনুমোদন করে এবং ১৫ মে’কে বিশ্ব পরিবার দিবস হিসেবে ঘোষণা করে।
আন্তর্জাতিক পরিবার দিবসে বিশ্বের প্রতিটি পরিবারের বন্ধন দৃঢ় হোক এবং পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে পারস্পরিক ভালবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি পাক এবং পৃথিবীর সকল পরিবার সুখী হোক এই প্রত্যাশা আজকের দিনে।
Be First to Comment