অশোক ব্যানার্জী
মনটা এবার শান্ত কর
উজ্জ্বল হোক চোখ,
বুক ভরে তরতাজা শ্বাস নাও
দুঃস্বপ্ন দূর হোক!
আঁধার কে আর ভয় পেওনা,
সন্দেহ নেই আর
আঁধার সরিয়ে পূব দিগন্তে
সূর্য উঠবে এবার।
ঐ চেয়ে দেখো দিগন্ত জুড়ে
নতুন আলোর রেখা,
যদি ও এখনো স্পষ্ট নয়,
তবুও যে যায় দেখা!
পূব দিগন্তে হবেই এবার
নতুন সূর্যোদয়,
অন্ধকার দূর হবে ঠিক
নেই কোন সংশয়!
Be First to Comment