নিজস্ব প্রতিনিধি : কল্যাণী, ১১ মার্চ, ২০২৫।নারী স্বাধীনতা ও নারীবাদের গুরুত্ব নিয়ে বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সমাজে নারীর অবস্থান, শ্রমের স্বীকৃতি এবং ক্ষমতায়নের প্রশ্নে নানা বিতর্ক ও চর্চা অব্যাহত রয়েছে। বিশেষ করে লিঙ্গভিত্তিক শ্রম বিভাজনের ফলে নারীরা সংসারের দায়ভার বহন করলেও অনেক সময় সেই পরিশ্রমের স্বীকৃতি পায় না। নারীদের স্বপ্ন ও ক্ষমতায়ন বাস্তবায়নের লক্ষ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনাসভা। এই দু’দিনব্যাপী আলোচনাসভা নারী অধিকার, শ্রমের মূল্যায়ন, সামাজিক বৈষম্য ও নারীবাদী ভাবধারার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে।
পাশাপাশি, এই অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে বাংলা, হিন্দি ও ইংরেজিতে নারীবাদ সংক্রান্ত ১০৫টি সংক্ষিপ্ত প্রবন্ধের সংকলন গ্রন্থ। অনুষ্ঠানের সূচনা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল উদ্বোধনী বক্তব্যে নারী স্বাধীনতা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “নারী দিবসের আয়োজন ইঙ্গিত দেয় যে, আমাদের সমাজে এখনো অনেক কিছু করার বাকি। যেদিন নারী দিবসের মতো বিশেষ দিনের প্রয়োজন ফুরিয়ে যাবে, সেদিনই হয়তো আমরা প্রকৃত অর্থে সমতা অর্জন করতে পারব।”
এই আলোচনাসভায় মোট ৯২ গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করেছেন, যার মধ্যে প্রথম দিনেই অর্ধেকেরও বেশি গবেষক তাদের গবেষণার মূল বিষয় তুলে ধরেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আলোচনায় অংশ নিয়েছেন প্রখ্যাত গবেষক ও সমাজবিদরা। সুইডেনের অধ্যাপক সুপর্ণা সান্যাল, ভারতের আইএএস নীলাঞ্জনা সেনগুপ্ত, ড. সুস্মিতা চৌধুরী-সহ আরও অনেকে এই আলোচনায় অংশ নেন। বক্তারা নারীর ক্ষমতায়নের প্রয়োজনীয়তা, সামাজিক অবমাননার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপায় এবং ভবিষ্যতে নারী-পুরুষের সমানাধিকার নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করেন। নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এই অনুষ্ঠানে আয়োজিত হয়েছে একটি বিশেষ প্রদর্শনী, যেখানে ২৮টি স্টলে নারী উদ্যোক্তারা তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর উইমেনস স্টাডিসের ডিরেক্টর অধ্যাপক কাকলী ধারা মণ্ডল জানান, “এই কর্মসূচির মূল লক্ষ্য হল নারীদের সম্মান জানানো, তাদের কথা শোনা এবং তাদের ক্ষমতায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। নারী উদ্যোক্তাদের স্বনির্ভর করে তোলার পাশাপাশি, নারী নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিও আমাদের অন্যতম উদ্দেশ্য।”
নারী স্বাধীনতা ও নারীবাদে কল্যাণী বিশ্ববিদ্যালয়….।

More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment