ইন্দ্রজিৎ আইচ : ১১, মে ২০২১। গত ১ লা মে ২০২১ গোবরডাঙা নাবিক নাট্যম ৪৫ বছরে পদার্পন করলো। ১৯৭৭ সাল থেকে এই দিনটিকে তারা নানা উৎসবের মাধ্যমে উদযাপন করে থাকে। কিন্ত এই বছর তারা জন্মদিন পালন করলেন অন্ধকার রিহার্সাল রুমে একটি মাত্র প্রদীপ জ্বালিয়ে। সংস্থার সভাপতি জীবন অধিকারী জানান সারা বিশ্ব আজ গভীর অসুখের সম্মুখীন, প্রতিদিন মানুষের মৃত্যু মিছিল। তাই এই বছর আড়ম্বর নয়, যারা প্রতিদিন করোনা ভাইরাস এর বিরুদ্ধে লড়াই করছেন তাদের প্রতি শ্রদ্ধা ও যাঁরা এই মহামারীতে আমাদের ছেড়ে চলে গেছেন তাঁদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করে এই দিনটি তারা পালন করলেন। তিনি আরো বলেন সংকট শুধু আজ নাটকে নয়, সংকট আজ জীবনে। তবু মননকে তো স্তব্ধ করা যায় না। আসুন আমরা সবাই প্রাথনা করি এই পৃথিবী দুষণ মুক্ত হোক, সকলের জীবনে আসুক নতুন সকাল । সংস্থার প্রতিষ্ঠাতা শ্রী সোমনাথ রাহা প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য এর মাধ্যমে দলের কুশীলবদের স্বাগত জানান । সংস্থার সম্পাদক শ্রী অনিল কুমার মুখার্জী দলের ছেলেমেয়েদের করোনা সংক্রান্ত বিষয়ে আরো সচেতন হতে বলেন।
সমস্ত রকম সরকারি বিধি মেনে এই দিনটি তারা পালন করলেন। এ ছাড়া ওই দিন উপস্থিত ছিলেন শ্রাবনী সাহা. অতনু ভট্টাচাৰ্য, অবিন দত্ত. রাখি বিশ্বাস, সৌরাজ্যতি অধিকারী, দেবাশীষ ঘোষ, সুজয় পাল, শর্মিষ্ঠা সাধুখাঁ, সুপর্ণা সাধুখাঁ, প্রদীপ কুমার সাহা স্বরূপ দেবনাথ, প্রমুখ। আড়ম্বর না থাকলেও এই অনুষ্ঠানে ছিলো ভালোবাসার ছোঁয়া, মানবিক আদরের স্নিগ্ধ পরশ। গোবরডাঙা নাবিক নাট্যমের এই ৪৫ তম জন্মদিনে তারা আবার ও দেখিয়ে দিলেন থিয়েটার ই পারে মানুষকে সামাজিক ও মানবিক বন্ধনে বেঁধে রাখতে।
Be First to Comment