অশোক ব্যানার্জী :::—-
নবমী নিশিগো তুমি
যেওনা চলে
থাকো আরো কিছু কাল,
ভাসিয়ে নয়ন জলে
যেওনা চলে ।
একটি বছর পরে
উমা এসেছে ঘরে
নবমীর রাত শেষে
যাবে সে চলে ।
নবমীর সারা রাত
হৃদয়ের মন্দিরে
ব্যাকুল চিত্ত নিয়ে
রাখবো উমাকে ধরে ।
নবমীর অবশেষে
উমা ফিরে যাবে শেষে
স্বামীর আলয়ে,
নবমীর রাত তুমি
যেওনা বয়ে ।
অশোক ব্যানার্জী।
Be First to Comment