গোপাল দেবনাথ : কলকাতা, ১৪ মার্চ ২০২৩। Niri9 OTT প্ল্যাটফর্ম হলো একটি জনপ্রিয়, প্রতিশ্রুতি সম্পন্ন আন্তর্জাতিক ওয়েব প্ল্যাটফর্ম। যেখানে বিভিন্ন ভাষার বিভিন্ন রকম কনটেন্ট রয়েছে। এছাড়াও এখানে রয়েছে নতুন প্রতিভা সম্পন্ন পরিচালক অভিনেতা অভিনেত্রী ও বিভিন্ন কলাকুশলীদের নিজেদের প্রতিভা তুলে ধরার মতো একটি সুন্দর প্ল্যাটফর্ম।
এদের সকলের জন্য নিরি 9 এই বছর দ্বিতীয়বারের জন্য আয়োজন করতে চলেছে দ্বিতীয় Niri 9 আন্তর্জাতিক চলচ্চিত্র মহোৎসব। আগামী ২৫ শে এবং ২৬ শে মার্চ কলকাতার কলা মন্দিরে সকলের জন্য এই চলচ্চিত্র মহোৎসবের বাছাই করা ছবিগুলো প্রদর্শিত হবে জানালেন উদ্যোক্তারা।এখানে থাকছে ছোট ছবি, তথ্যচিত্র এবং বড় দৈর্ঘ্যের ছবি।
ইতিমধ্যে সংস্থার পক্ষ থেকে গত তিন মাস ধরে প্রচার চলছে। আনুমানিক ছোট ও বড় মাপের ৩০০টি ছবি ইতিমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়ে গেছে। সংস্থার পক্ষ থেকে ছবির প্রতিযোগিতা গুলির জন্য তিনটি বিভাগে তিনটি করে নগদ আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিখ্যাত জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাস, প্রখ্যাত গায়ক জুবিন গার্গ ও বলিউডের গায়িকা কার্লিটা মোহিনী।
Be First to Comment