নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২১ ফেব্রুয়ারি, ২০২৫।গরমে রক্তের চাহিদা মেটাতে এবং ‘রক্তদান জীবন দান’ এই শ্লোগানকে সামনে রেখে এবার রক্তদানে এগিয়ে এল কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগের আধিকারিকরা।
পশ্চিমবঙ্গ ও সিকিম ক্ষেত্রের প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্সের অধীনে আসানসোল ও শিলিগুড়ি অফিস সহ কলকাতায় অবস্থিত আয়কর দপ্তরের সাতটি অফিসে শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক অফিসার, কর্মী ও স্বেচ্ছাসেবীরা স্বেচ্ছায় রক্তদান শিবিরে সামিল হয়ে রক্তদান করেন।
রক্ত দেন কলকাতার কমিশনার এডমিনিস্ট্রেশন
একে সিং এবং কমিশনার ওএস ডি মোহিত মৃণাল। দুই কমিশনার জানান,কেন্দ্রীয় সরকারের নির্দেশে তারা এই মহৎ কাজে সামিল হতে পেরে নিজেদের গর্বিত মনে করেন। এভাবেই আয়কর বিভাগের কর্মীদের সাধারন মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তারা।
দেশজুড়ে রক্তদানে এগিয়ে এল আয়কর বিভাগের আধিকারিকরা….।

More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ট্রাম্প-দখলে ভেনেজুয়েলা’….।
- প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা -২০২৬….।
- কল্পতরু উৎসব – মহাপ্রয়াণের কয়েক দিন আগে কাশীপুর উদ্যানবাটীতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীশ্রীরামকৃষ্ণ….।
- আসন্ন গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় সামলাতে রাজ্যের ব্যাপক ব্যবস্থা…।
- হিন্দুস্থান ক্লাবে বিশ্ব হিন্দু সনাতন বোর্ড পশ্চিমবঙ্গে নতুন নেতৃত্ব ঘোষণা করল, ঐক্য, সেবা ও অরাজনৈতিক সমাজসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত…।
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।






Be First to Comment