গোপাল দেবনাথ : কলকাতা, ১৬ জুন, ২০২৪। উত্তর কলকাতার শ্রীমানী বাড়িতে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে WE ARE THE WORLD এর নিবেদন ‘ভালোবেসে প্রতিদান স্বেচ্ছায় রক্তদান”। তত্ত্বাবধানে প্রফেসর ডাঃ সুবীর গাঙ্গুলি। আয়োজনে ফাইট ক্যান্সার, বৃন্দাবন মাতৃ মন্দির, আমরা সবাই ও হ্যাপি ক্লাব, বিদ্যাসাগর পার্ক মর্নিং ওয়াকার্স এসোসিয়েশন, মিলন সমিতি (হৃষিকেশ পার্ক)। সহযোগিতায় সেন্ট পলস্ স্কুল প্রাক্তনী- ১৯৮০ এবং Rotary Club of Calcutta Renaissance District 3291. । আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি রক্তদান মহৎদান। এক ফোঁটা রক্ত মানুষের জীবন বাঁচাতে কার্যকারী ভূমিকা নেয়। রক্ত ছাড়া মুমূর্ষু রোগীকে বাঁচানো সম্ভবপর হয় না। রক্ত কারখানায় প্রস্তুত করা যায় না। বিশেষ করে গ্রীষ্মকালে রক্তের প্রবল চাহিদা থাকা সত্বেও রোগীর পরিবার রক্ত জোগাড় করতে পারেন না। আর সেই কারণেই ডাক্তারবাবুরা রোগীর অপারেশন করতে পারেন না। বহু ক্ষেত্রে রোগীর প্রাণহানি ও ঘটে থাকে। রক্তদান যে উৎসবের আকার নিতে পারে না দেখলে বিশ্বাস করা কঠিন হতো। রবিবারের রক্তদান নিয়ে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি এবং সহযোগিতা বিশেষভাবে নজরকাড়ে। শ্রীমানি দুর্গাবাড়ির রক্তদান উৎসবে পুরুষ ও মহিলা মিলে ৭২ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেন।
লাইফ কেয়ার ব্ল্যাড ব্যাংক এই রক্তদান উৎসবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় সুষম আহার সেইসাথে পরিবেশের কথা ভেবে প্রত্যেক রক্তদাতার হাতে উপস্থিত অতিথিগণ একটি করে গাছের চারা তুলে দেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষ, ৩৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা এবং বোরো চেয়ারম্যান সাধনা বোস, ১৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা খোকন দাস, রৌনক পাবলিকেশন এর কর্ণধার রূপা মজুমদার এবং আমহার্স্ট স্ট্রিট থানার অফিসার ইনচার্জ সৈকত নিয়োগী সহ বিশিষ্টজন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রখ্যাত ক্যান্সার রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সুবীর গাঙ্গুলি বলেন পুরুষ মহিলা নির্বিশেষে সকল সুস্থ মানুষের রক্তদান এ অংশগ্রহণ করা উচিৎ বলে আমি মনে করি।লোকসভা নির্বাচনের কারণে বহুদিন বহুদিন রক্তদান প্রকল্প বন্ধ ছিল এ ছাড়াও ছিল বৈশাখ জ্যৈষ্ঠ মাস ব্যাপী প্রবল তাপ প্রবাহ। মুমূর্ষু রোগীকে বাঁচাতে গেলে স্বেচ্ছাসেবী সংগঠন সহ সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসতে হবে।
Be First to Comment