সায়ন দেবনাথ ; কলকাতা, ২৩ আগস্ট, ২০২৪। বৃন্দাবনে রাধা-কৃষ্ণের শৈশব-স্মৃতি, সখা-সখীদের সাথে দোলনায় দোলার লীলাবিলাসকে কেন্দ্র করে দ্বাপরযুগে ঝুলন-উৎসবের সূচনা হয়েছিল।
তারপর থেকে এটি হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসবে পরিণত হয়। অমাবস্যার পরের একাদশী থেকে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে
ঝুলন-পূর্ণিমা বা ঝুলনযাত্রা।
ছোট থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে রাধা কৃষ্ণের লীলাবিলাসকে তুলে ধরতে টালিগঞ্জের স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের প্রাতঃ বিভাগে অনুষ্ঠিত হল ‘ঝুলন উৎসব’।
উৎসবের সূচনা করেন স্কুলের সেক্রেটারি ও ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসী স্বামী সংঘাত্মানন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের প্রাতঃ বিভাগের প্রিন্সিপাল সুপ্রিয়া তালুকদার, দিবা বিভাগের প্রধানের ভারপ্রাপ্ত শিক্ষিকা মৌসুমী গোস্বামী।
স্বামী সংঘাত্মানন্দজি মহারাজ বলেন, রাধাকৃষ্ণের জীবন থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। ছোট থেকে ছাত্রছাত্রীদের সে ব্যাপারে উৎসাহিত করতেই এ বছর থেকে ভারত সেবাশ্রম সঙ্ঘের স্কুলে এই ঝুলন-উৎসব শুরু হল।
দুই প্রধানা শিক্ষিকা জানান, ঝুলনযাত্রার মত ভারতীয় নানা অনুষ্ঠান যাতে আধ্যাত্মিকতা মিশে থাকে সেসব থেকে ছাত্রছাত্রীরা পুরাণ ও ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারে। প্রাতঃ বিভাগের ছাত্রছাত্রীরাই শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে বিভিন্ন লীলা হস্তশিল্পের মাধ্যমে অপূর্ব ভাবে ফুটিয়ে তুলেছে যা তাদের শুধু ভারতীয় আধ্যাত্মিকতা সম্পর্কে সচেতন করেছে তা নয়, তাদের মধ্যে শিল্প ভাবনাও ফুটিয়ে তুলেছে।
টালিগঞ্জের স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠে ঝুলন-উৎসব….।
More from GeneralMore posts in General »
- সঙ্গীত গুরু সুবিনয় রায়ের ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন…।
- Colgate’s Oral Health Movement to empower millions of Indians with AI-powered personalized Dental Screening….
- Techno Night @ The Huddle, Bar and Kitchen Hyderabad….
- দক্ষিণ কলকাতায় অ্যাক্রোপলিস মলে শিশু দিবস উপলক্ষে কিডসোপলিস ৩.০ কার্নিভাল….।
- কল্যানীতে বাংলার জয় ভারতের ড্র….।
- প্রখ্যাত খুদে দাবারু আর্শিয়া দাস-এর উপস্থিতিতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর মেগা লাকি ড্র….।
Be First to Comment