সেখ সামসুদ্দিন: বর্ধমান, বুুধবার জার্মানী সংস্থা ক্লাস-এর উন্নত প্রযুক্তির কৃষিযন্ত্র পরিষবার সার্ভিস সেন্টার চালু হল মেমারিতে। পূর্ব ভারতে নিজেদের উপস্থিতিকে শক্তিশালী করতে ক্লাস পশ্চিমবঙ্গের মেমারিতে চালু করল তাদের প্রথম হার্ভেস্ট সেন্টার। সেন্টারের উদ্বোধন করেন ক্লাস কেজিএএ’র এশিয়া অঞ্চলের প্রসিডেন্ট ডঃ জেনস ওয়েডিং ও ক্লাস এগ্রি মেশিনারী প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মি জয় সিং। উপস্থিত ছিলেন বেঙ্গল মটরস- কর্ণধার অসীম মন্ডল, রোহিত মন্ডল সহ অন্যান্য অফিসার, ট্রেনিং প্রাপ্ত কর্মী ও চাষীবৃন্দ। সংস্থার পক্ষে ডঃ জেনস ও মি জয় দাবি করেন বর্তমানে কৃষিতে শ্রমিক সমস্যা মেটাতে ও কৃষি খরচ কমাতে এই যন্ত্র দারুন ভাবে উপযোগী হবে। এবং এই পরিষেবাটি চলবে ওলা-উবেরের মত অ্যাপের মাধ্যমে। চাষীরা বীজ রোপনের উপযোগী জমি তৈরি করে বা ধান কাটার জন্য বা ভুট্টা চাষে অ্যাপের মাধ্যমে বুক করতে পারবে। অ্যাপের দুটি ভার্সান আছে যার মধ্যে একটি মেশিন মালিক ও অপরটি কৃষকদের জন্য। ‘ক্লাস ট্রাক মাস্টার’ নামে এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই চাষীরা পরিষেবা পাবেন। ঘন্টায় ৩ হাজার টাকা ভাড়াতে এই যন্ত্র পাওয়া যাবে এবং ঘন্টায় ৪ বিঘা জমি রোপন বা ধান কাটতে পারবে।কোনো জমি ছোটো হলে মিনিট সেকেন্ড হিসাবে যা ভাড়া হওয়া উচিত তাই পড়বে। জার্মান অফিসার ডঃ জেমস বলেন – “নতুন উন্নত টেকনোলজি সর্বদা আনার চেষ্টায় কাজ করে চলেছেন যাতে কৃষকরা উপকৃত হন। মেমারিতে ক্লাস হার্ভেস্ট সেন্টারের মাধ্যমে কৃষক সম্পদায়ের প্রতি দায়বদ্ধতার সুযোগ পেয়েছেন। এছাড়াও ক্লাস সার্টিফায়েড হার্ভেস্টারদের নিয়ে ‘ক্লাস অপারেটর্স ক্লাব’ লঞ্চ করেছেন। যারা সদস্যপদ গ্রহণ করবেন তাদের জন্য দুর্ঘটনা বা মৃত্যুজনিত বীমা, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইনসেনটিভ, ক্লাস মার্চেন্টাইজ, টেকনিক্যাল ট্রেনিং সহ অন্যান্য সুবিধা থাকছে। সংস্থা মেশিনের বিষয়ে ট্রেনিং ছাড়াও চাষীদেরও সচেতনতায় শিবির করবেন”। মেশিনের সার্ভিসের জন্য বা পার্টস পেতে অ্যাপ কাজ করবে। সংস্থার যন্ত্রগুলির মধ্যে ক্রপ টাইগার ৩০ টেরা ট্র্যাক, ক্রপ টাইগার ৪০ টেরা ট্রাক জাগুয়ার ২৫, জাগুয়ার ৮৫০, মারকান্ট ৬৫০ ও প্যাডি প্যান্থর ২৬ রাইসপ্ল্যান্টর হার্ভেস্ট জগতে চাষীদের চাহিদা পূরণে অন্যতম বলে জানান ম্যানেজিং ডিরেক্টর।
জার্মানি কৃষি যন্ত্র পরিষেবা চালু মেমারিতে……
More from GeneralMore posts in General »
- জয় দিয়ে নতুন বছর শুরু, আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষেই মোহনবাগান সুপার জায়ান্ট….।
- হিন্দুমহাসভা ও বিজেপি বাঁচাও মঞ্চের সংযুক্তিতে সংকল্প দিবস পালন, বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ….।
- বিধাননগরের বুকে এক অভিনব কর্মসূচি শুরু করলো স্বেচ্ছাসেবী সংগঠন ইস্পাত….।
- ষষ্ঠবর্ষের শিবপুর কৃষ্ণা ডান্স একাডেমির অসাধারণ নৃত্যানুষ্ঠান….।
- Dr. Suresh Kumar Agarwal honoured with ‘International Meditation Teacher Award’ by LIONS MAGNATES….
- অ্যাডভোকেট মিতা ব্যানার্জির অসাধারণ সামাজিক কাজ…।
Be First to Comment